Ajker Patrika

২৩ জুলাই সকাল থেকে ফেরিতে গাড়ি ও যাত্রী পরিবহন বন্ধ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৩ জুলাই ২০২১, ১১: ২১
২৩ জুলাই সকাল থেকে ফেরিতে গাড়ি ও যাত্রী পরিবহন বন্ধ

আগামীকাল শুক্রবার ২৩ জুলাই সকাল থেকে ফেরিতে যাত্রীবাহী সব ধরনের গাড়ি ও যাত্রী পরিবহন বন্ধ থাকবে। কঠোর স্বাস্থ্যবিধি মেনে শুধু জরুরি পণ‍্যবাহী গাড়ি ও অ্যাম্বুলেন্স পারাপার করা হবে। আজ বৃহস্পতিবার নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো. জাহাঙ্গীর আলম খান এ তথ্য জানিয়েছেন।

করোনাভাইরাস সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিবেচনায় মন্ত্রিপরিষদ বিভাগের ১৩ জুলাইয়ের জারিকৃত প্রজ্ঞাপনের পরিপ্রেক্ষিতে ২৩ জুলাই সকাল ছয়টা থেকে ৫ আগস্ট রাত ১২টা পর্যন্ত অভ্যন্তরীণ নৌপথে সব ধরনের যাত্রীবাহী নৌযান (লঞ্চ, স্পিডবোট, ট্রলার বা অন্যান্য) চলাচল বন্ধ থাকবে।

এদিকে, ঈদ উপলক্ষে বিধিনিষেধ শিথিল করায় ১৫ জুলাই থেকে স্বাস্থ্যবিধি মেনে যাত্রীবাহী নৌযান চলাচল অব্যাহত আছে। কাল থেকে আবারও শুরু হচ্ছে কঠোর বিধিনিষেধ। ফলে বন্ধ থাকবে যাত্রীবাহী নৌযান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত