Ajker Patrika

ধামরাইয়ে নির্মাণাধীন ভবনে মিলল অটোচালকের মরদেহ, শরীরে আঘাতের চিহ্ন

সাভার (ঢাকা) প্রতিনিধি 
আপডেট : ২০ এপ্রিল ২০২৫, ২২: ৩৯
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ঢাকার ধামরাই উপজেলা পরিষদের নির্মাণাধীন ভবনের টয়লেট থেকে এক অটোরিকশাচালকের (৪০) মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার সকালে বাসা থেকে বের হন তিনি। এর পর থেকে পরিবারের সঙ্গে আর কোনো যোগাযোগ হয়নি।

রোববার সন্ধ্যার দিকে ধামরাই উপজেলা পরিষদের নির্মাণাধীন ভবনের চতুর্থ তলার একটি টয়লেটের ভেতরে মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ধামরাই থানা-পুলিশ।

নিহত ব্যক্তি হলেন ধামরাই উপজেলার কালামপুর বাটুলিয়া গ্রামের খোরশেদ আলমের ছেলে মোহাম্মদ আলী।

ধামরাই থানা-পুলিশ জানায়, আশপাশের ছোট বাচ্চারা খেলাধুলা করতে গিয়ে লাশটি দেখতে পায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। প্রাথমিক সুরতহালে দেখা যায়, মরদেহের মাথায় ২টি ও পিঠে ৪টি আঘাতের চিহ্ন রয়েছে।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহের বিভিন্ন স্থানে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত