Ajker Patrika

গ্রিন রোডে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত এইচএসসি পরীক্ষার্থী

ঢামেক প্রতিবেদক
ফাইল ছবি
ফাইল ছবি

রাজধানীর গ্রিন রোডে রিনা ত্রিপুরা নামে এক এইচএসসি পরীক্ষার্থীর ওপর ছুরি দিয়ে হামলা চালিয়েছে কয়েকজন ছিনতাইকারী। এতে আহত ওই পরীক্ষার্থীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

আজ বৃহস্পতিবার গ্রিন রোডে মেহেরুন্নেসা স্কুল অ্যান্ড কলেজের হোস্টেলের সামনে এই ঘটনা ঘটে।

আহত পরীক্ষার্থীর ভাই জুয়েল ত্রিপুরা জানান, তাঁর বোন রিনা (২০) ধানমন্ডির মেহেরুন্নেসা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী। থাকেন গ্রিন রোডে কলেজটির হোস্টেলে। গত বছর এই কলেজ থেকে তিনি এইচএসসি পরীক্ষা দিয়েছিলেন। তবে সেবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) পরীক্ষায় ফেল করেন রিনা। ৭ জুলাই তাঁর আইসিটি পরীক্ষা দেওয়ার কথা।

এ জন্য দেশের বাড়ি বান্দরবানের থানচি উপজেলা থেকে বাসে করে আজ ভোরে কলাবাগানে নামেন রিনা। সেখান থেকে তিনি রিকশায় হোস্টেলের উদ্দেশে রওনা দেন। সেখানে পৌঁছালে কয়েকজন ছিনতাইকারী রিকশার গতিরোধ করে তাঁকে ছুরিকাঘাত করে তাঁর দুটি ব্যাগ নিয়ে যায়। ব্যাগের মধ্যে মূল্যবান জিনিসপত্র ও কাগজপত্র ছিল।

ছুরিকাঘাতে আহত রিনাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় বলে জানান জুয়েল।

হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, হাসপাতালে ভর্তি শিক্ষার্থীর মাথায় ও কাঁধে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত