Ajker Patrika

কপিরাইট আইনে কাইনেটিক নেটওয়ার্কের বিরুদ্ধে মাইলসের শাফিনের মামলা 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৩, ১৭: ৫৭
কপিরাইট আইনে কাইনেটিক নেটওয়ার্কের বিরুদ্ধে মাইলসের শাফিনের মামলা 

অনুমতি ছাড়া শতাধিক গান প্রচার করার অভিযোগে কপিরাইট আইনে একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপক ও পরিচালকের বিরুদ্ধে মামলা করেছেন মাইলস ব্যান্ডের কণ্ঠশিল্পী মো. শাফিন আহমেদ। মামলায় আসামি করা হয়েছে কাইনেটিক নেটওয়ার্ক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আশিকুন নবী ও পরিচালক আশিফুন নবীকে। 

আজ সোমবার ঢাকার মহানগর দায়রা জজ আদালতে এই মামলা দায়ের করেন। তিনি আদালতে হাজির হয়ে জবানবন্দি দেন। পরে বিচারক মো. আছাদুজ্জামান আসামিদের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে আগামী ৫ নভেম্বর তাঁদের আদালতে হাজির হতে সমন জারি করেন। 

আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন ওই আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) তাপস কুমার পাল। তিনি বলেন, ‘অনুমতি ছাড়া গান প্রচারের অভিযোগে শাফিন আহমেদ কপিরাইট আইনে ৭১/৮২/৯১ ধারায় মামলা করেছেন।’ 

মামলার অভিযোগে বলা হয়েছে, কণ্ঠশিল্পী মো. শাফিন আহমেদের গাওয়া শতাধিক গান অনুমতি ছাড়া বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম, যেমন—ইউটিউব, আমাজন, আই টিউনস, অ্যাপল মিউজিক প্রচার করে অপরাধ করেছেন। 

উল্লেখ্য, শাফিন আহমেদ জনপ্রিয় সংগীতশিল্পী ও সুরকার। তিনি মাইলসের বেজ গিটারিস্ট এবং প্রধান গায়ক ছিলেন। তিনি মাইলস ব্যান্ডের বাইরে এককভাবে ক্যারিয়ারে সুনাম অর্জন করেছেন। এ ছাড়াও বেশ কিছু একক এবং মিক্সড অ্যালবামে গান রয়েছে। শাফিন আহমেদের মা সংগীতশিল্পী ফিরোজা বেগম এবং বাবা সুরকার কমল দাশ গুপ্ত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত