Ajker Patrika

কেরানীগঞ্জ থেকে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার

কেরানীগঞ্জ (ঢাকা) সংবাদদাতা
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ঢাকার কেরানীগঞ্জে পরিত্যক্ত একটি ক্যাফে থেকে মিল্টন (১৫) নামে এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বেলা ১১টার দিকে তারানগর ইউনিয়নের সিরাজনগর বিলের পূর্বপাশের পরিত্যক্ত ক্যাফে থেকে লাশ উদ্ধার করে কেরানীগঞ্জ থানা-পুলিশ।

মিল্টন সিরাজনগর পূর্বপাড়া গ্রামের মাজহারুল ইসলামের ছেলে। সে স্থানীয় একটি জুতার কারখানায় কাজ করত। পুলিশের ধারণা, এটি আত্মহত্যা।

প্রত্যক্ষদর্শী ও প্রতিবেশী লিটন জানান, মিল্টন বুধবার সন্ধ্যায় কাজের জন্য বের হয়ে আর বাসায় ফেরেনি। আজ সকাল সাড়ে ৮টার দিকে সিরাজনগর বিলের পূর্বপাশে একটি পরিত্যক্ত ক্যাফেতে লাশ ঝুলতে দেখে এক ব্যক্তি পরিবারের লোকজনকে খবর দেয়। পরে কেরানীগঞ্জ মডেল থানা-পুলিশ বেলা ১১টার দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

এ ব্যাপারে কেরানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, লাশের গায়ে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। সবকিছু দেখে বোঝা যাচ্ছে সে আত্মহত্যা করেছে। পরিবার ও স্থানীয় লোকজনের ভাষ্যমতে সে হতাশাগ্রস্ত ছিল। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...