Ajker Patrika

রাজধানী কদমতলির বাসা থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

ঢামেক প্রতিনিধি
Thumbnail image

রাজধানীর কদমতলি জুরাইন এলাকার একটি বাসা থেকে আনিতা সুলতানা রিতিকা (১৮) নামে এক কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবার বলছে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে রিতিকা। 

আজ শনিবার সকাল সাড়ে ৮টার দিকে পূর্ব জুরাইন ঋষিপাড়া এলাকার মীর মঞ্জিল বাসার তৃতীয় তলা থেকে ওই শিক্ষার্থীর মরদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়। 

কদমতলি থানার উপপরিদর্শক (এসআই) কামরুন নাহার বলেন, সকালে খবর পেয়ে পূর্ব জুরাইনের ওই বাসার তিনতলা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। এ সময় বাসার ড্রয়িং রুমে শায়িত অবস্থায় ছিল। 

এসআই আরও জানান, প্রাথমিকভাবে জানা গেছে, ওই শিক্ষার্থী পূর্ব জুরাইন ঋষিপাড়া নানী আলেয়া বেগমের বাসায় থাকত। তার বাবা আবুল কালাম আজাদ বিশ দিন আগে মারা যায়। তার মা খোরশেদা আক্তার ও বড় ভাই রিফাতুল ইসলাম রুমন জুরাইন মিষ্টির দোকান এলাকায় থাকে। মা খোরশেদা রিতিকাকে তার কাছে থাকতে বলে। কিন্তু সে রাজি হয় না। এছাড়া একটি ছেলের সঙ্গে সম্পর্ক ছিল। এসব কারণে ওই শিক্ষার্থী আত্মহত্যা করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট আসলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। 

মৃত আনিতা সুলতানার মামা মীর নুরুল আলম জানান, আনিতার বাবা মা জুরাইন মিষ্টির দোকান এলাকায় থাকত। গত বিশ দিন আগে আনিতার বাবা আবুল কালাম মারা যান। এরপর থেকে আনিতা আমাদের বাসায় নানীর সঙ্গে থাকত। আজিমপুর গভমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজের ইন্টারমিডিয়েট প্রথম বর্ষে পড়তো। এক ভাই এক বোনের মধ্যে আনিতা ছিল ছোট। 

তিনি আরও জানান, গতকাল রাতে খাওয়া দাওয়া করে নানীর সাথে ঘুমিয়ে পরে। ভোরে উঠে দেখা যায় আনিতা ড্রয়িং রুমে ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে ঝুলে আছে। পরে আমরা নিজেরাই ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে পুলিশে খবর দেই।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত