Ajker Patrika

শর্ত সাপেক্ষে আবারও চালু হলো প্রাভা হেলথ কেয়ার 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৪ আগস্ট ২০২১, ১১: ০১
শর্ত সাপেক্ষে আবারও চালু হলো প্রাভা হেলথ কেয়ার 

করোনাভাইরাসের নমুনা পরীক্ষায় অনিয়মের অভিযোগে সম্প্রতি বন্ধ হওয়া রাজধানীর বেসরকারি প্রতিষ্ঠান প্রাভা হেলথ কেয়ারের কার্যক্রম আবারও চালুর অনুমতি দিয়েছে সরকার। শর্ত পূরণ করায় ও নিজেদের ভুল সংশোধন করায় চালুর সিদ্ধান্ত দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আজ মঙ্গলবার থেকেই আগের মতো এই প্রতিষ্ঠানে নমুনা পরীক্ষার কার্যক্রম শুরু হচ্ছে।

একই সঙ্গে পুনরায় ভুল হলে লাইসেন্স বাতিল করে স্থায়ী বন্ধের কঠোর বার্তাও দেওয়া হয়েছে।

সোমবার রাতে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ডা. ফরিদ হোসেন মিঞা স্বাক্ষরিত প্রাভা হেলথ কেয়ারকে পাঠানো অনুমতি পত্রে এ তথ্য জানা গেছে।

চিঠিতে বলা হয়, ইতিপূর্বে আপনার প্রতিষ্ঠানের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের তদন্ত প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে কিছু অনিয়মের কারণে কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করা হয়েছিল। বর্তমানে স্বাস্থ্য অধিদপ্তরের পরিদর্শকদল কর্তৃক পুনরায় পরিদর্শনের প্রতিবেদন দাখিলের আলোকে ও আপনার প্রতিষ্ঠানের সংশোধনের পরিপ্রেক্ষিতে এবং অনতিবিলম্বে পিসি-আর কক্ষে একটি বায়োসেফটি কেবিনেট স্থাপন ও মাস্টামিক্স কক্ষ থেকে পিসি-আর কক্ষে নমুনা দেওয়ার জন্য পাসবক্স স্থাপনের শর্তে আপনার প্রতিষ্ঠানটির কার্যক্রম চালুর অনুমতি দেওয়া হলো। পরবর্তী সময়ে অনিয়ম পরিলক্ষিত হলে লাইসেন্স বাতিল করে দেওয়া হবে।

অনুমতি পাওয়ার বিষয়টি নিশ্চিত করে প্রাভা হেলথ কেয়ারের প্রধান নির্বাহী সিলভানা কিউ সিনহা গণমাধ্যমকে বলেন, ‘দুই দফা স্বাস্থ্য অধিদপ্তর আমাদের প্রতিষ্ঠান পরিদর্শন করেছে। যে বিষয়গুলোর নির্দেশনা দেওয়া হয়েছিল, সেগুলো সংশোধন করা হয়েছে। সবকিছু ঠিক থাকায় আবারও চালুর অনুমতি দিয়েছে।’

গত ৯ জুলাই যুক্তরাষ্ট্রে যাওয়ার জন্য সব প্রস্তুতি নিয়েছিলেন সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদের ছেলে মাহফুজ শফিক, তাঁর স্ত্রী এবং দুই মেয়ে। জরুরি ভিত্তিতে করোনা পরীক্ষার দরকার হওয়ায় ৭ জুলাই রাজধানীর বনানীতে প্রাভা হেলথ কেয়ার নামের ওই প্রতিষ্ঠানে নমুনা দেন তাঁরা। ওই দিন রাতেই ফলাফল পজিটিভ বলে জানানো হয়।

কিন্তু পরদিন রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পরীক্ষা করালে ফল নেগেটিভ আসে। তবে, নিজেদের দেওয়া ফলাফল সঠিক বলে দাবি করে প্রাভা। এরপরই বিষয়টি নজরে আসে।

মাহফুজ শফিকের অভিযোগ পেয়ে বিষয়টি আমলে নিয়ে তদন্ত কমিটি গঠন করে স্বাস্থ্য অধিদপ্তর। পরে কমিটির সদস্যরা প্রতিষ্ঠানটি পরিদর্শনে গিয়ে অনিয়মের প্রমাণ পান। ২ আগস্ট প্রতিষ্ঠানটি সাময়িকভাবে বন্ধের নির্দেশ দেয় স্বাস্থ্য অধিদপ্তর।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

অস্থিরতার সামান্য ইঙ্গিত পেলেই আমরা চলে যাব

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

টাঙ্গাইলে মারধরের জেরে মুখোমুখি বণিক সমিতি ও শ্রমিক সংগঠন, পাল্টাপাল্টি বিক্ষোভ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত