Ajker Patrika

মধ্যরাতে হাতিরঝিলে রাস্তায় রক্তাক্ত যুবক, পথচারীরা ব্যস্ত ছবি-ভিডিও তুলতে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৬ জানুয়ারি ২০২৩, ১৭: ৪৩
মধ্যরাতে হাতিরঝিলে রাস্তায় রক্তাক্ত যুবক, পথচারীরা ব্যস্ত ছবি-ভিডিও তুলতে

রাজধানীর হাতিরঝিলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এক যুবক নিহত হয়েছেন। নিহতের নাম মো. ইশরাক হোসেন (২৭)। গতকাল বুধবার দিবাগত রাত সোয়া ১টার দিকে রামপুরা ব্রিজের অদূরে হাতিরঝিল পাবলিক টয়লেটের বিপরীত পাশের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

গুরুতর অবস্থায় তাঁকে উদ্ধার করে রাত পৌনে ২টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগের নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালে নিয়ে আসা পথচারী মো. মিজানুর রহমান বলেন, ‘রামপুরা ব্রিজের পাশে সড়কে রক্তাক্ত অবস্থায় পড়ে ছিলেন তিনি। সেখানে অনেক লোকজনের ভিড় ছিল, কিন্তু তাঁকে কেউ হাসপাতালে নেননি। কেউ ভিডিও করছে, কেউ ছবি তুলছে। যতটুকু শুনেছি, গুলশানের দিক থেকে রামপুরা ব্রিজের দিকে আসছিলেন, সেখানে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ছিটকে পড়ে যান।’

নিহতের ছোট ভাই ইফতেখার হোসেন জানান, গতকাল রাতে বাসা থেকে বের হয়েছিলেন নিকেতনে এক বন্ধুর বাসায় যাবেন বলে। বাসায় মোবাইল ফোন রেখে গিয়েছিলেন। পরে সেখান থেকে বাসায় ফিরছিলেন। রাতে তাঁর মোবাইলে ফোনে কল আসছিল। ওই ফোন কলের মাধ্যমে খবর পাই তিনি সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন।

হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) সাইদুর রহমান বলেন, ওই যুবক গুলশানের দিক থেকে মোটরসাইকেলে পুরান ঢাকায় তাঁর বাসায় ফিরছিলেন। রামপুরা ব্রিজের অদূরে হাতিরঝিল এলাকায় পাবলিক টয়লেটের বিপরীত পাশে সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় সিটকে পড়ে গুরুতর আহত হন। পরে ঢামেকে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ইশরাক ঢাকার ওয়ারী ৮ নম্বর গুপি কিষান লেনের স্থায়ী বাসিন্দা ইমরান হোসেনের ছেলে। তাঁর বাবা মেটালক্রাফট কেমিক্যালের মালিক। ইশরাক বাবার ব্যবসা দেখাশোনা করতেন। তিন ভাইয়ের মধ্যে তিনি দ্বিতীয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত