Ajker Patrika

যাত্রাবাড়ী-মাওয়া মহাসড়কে চাঁদাবাজির অভিযোগে চারজন আটক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
যাত্রাবাড়ী-মাওয়া মহাসড়কে চাঁদাবাজির অভিযোগে চারজন আটক

রাজধানীর যাত্রাবাড়ী-মাওয়া মহাসড়কে চাঁদাবাজির অভিযোগে চার তরুণকে আটক করেছে র‍্যাব-১০। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় র‍্যাব-১০ এর অধিনায়ক ফরিদ উদ্দিন আজকের পত্রিকাকে এই তথ্য নিশ্চিত করেছেন।

ফরিদ উদ্দিন বলেন, বৃহস্পতিবার দুপুরে যাত্রাবাড়ী-মাওয়া মহাসড়কের ধোলাইপাড় এলাকা থেকে তাঁদের আটক করা হয়। আটককৃতরা হলেন-মো. রিপন (৩৫), মো. ইউসুফ (২৭), মো. সজীব খাঁন (২৫) ও মো. ইফতি (২০)।

আটককৃতরা আন্তজেলা ট্রাক, কাভার্ডভ্যান ও লরিসহ বিভিন্ন পরিবহন থেকে অবৈধভাবে চাঁদা আদায় করত বলেও জানান এই র‍্যাব কর্মকর্তা। তাঁদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন ও চাঁদা আদায়ের টাকা উদ্ধার করা হয়।

তাঁদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা প্রক্রিয়াধীন বলেও জানান ফরিদ উদ্দিন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত