Ajker Patrika

যাত্রাবাড়ী-মাওয়া মহাসড়কে চাঁদাবাজির অভিযোগে চারজন আটক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
যাত্রাবাড়ী-মাওয়া মহাসড়কে চাঁদাবাজির অভিযোগে চারজন আটক

রাজধানীর যাত্রাবাড়ী-মাওয়া মহাসড়কে চাঁদাবাজির অভিযোগে চার তরুণকে আটক করেছে র‍্যাব-১০। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় র‍্যাব-১০ এর অধিনায়ক ফরিদ উদ্দিন আজকের পত্রিকাকে এই তথ্য নিশ্চিত করেছেন।

ফরিদ উদ্দিন বলেন, বৃহস্পতিবার দুপুরে যাত্রাবাড়ী-মাওয়া মহাসড়কের ধোলাইপাড় এলাকা থেকে তাঁদের আটক করা হয়। আটককৃতরা হলেন-মো. রিপন (৩৫), মো. ইউসুফ (২৭), মো. সজীব খাঁন (২৫) ও মো. ইফতি (২০)।

আটককৃতরা আন্তজেলা ট্রাক, কাভার্ডভ্যান ও লরিসহ বিভিন্ন পরিবহন থেকে অবৈধভাবে চাঁদা আদায় করত বলেও জানান এই র‍্যাব কর্মকর্তা। তাঁদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন ও চাঁদা আদায়ের টাকা উদ্ধার করা হয়।

তাঁদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা প্রক্রিয়াধীন বলেও জানান ফরিদ উদ্দিন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...