Ajker Patrika

ঈদের ছুটি শেষে খুলেছে অফিস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১২ জুলাই ২০২২, ১২: ৩৯
ঈদের ছুটি শেষে খুলেছে অফিস

পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে আজ অফিস খুলেছে। গতকাল সোমবার সরকারি কর্মকর্তা-কর্মচারীদের তিন দিনের ছুটি শেষ হচ্ছে। আজ মঙ্গলবার থেকে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার খুলেছে। তবে কর্মব্যস্ততা পুরোপুরি শুরু হয়নি অফিসপাড়ায়।

সরেজমিনে দেখা গেছে, প্রথম কর্মদিবসেও অফিস-আদালতে চিরচেনা ভিড় নেই। যাঁরা ঢাকার বাইরে ঈদ উদ্‌যাপন করতে গেছেন, তাঁদের অনেকেই ১২ ও ১৩ জুলাই ঐচ্ছিক ছুটি নিয়েছেন। সেই অনুযায়ী চলতি সপ্তাহেও ছুটির আমেজ থাকবে। আগামী রোববার নাগাদ কর্মব্যস্ততা পুরোপুরি শুরু হতে পারে অফিসপাড়ায়।

গত রোববার (১০ জুলাই) সারা দেশে পালিত হয়েছে পবিত্র ঈদুল আজহা। ঈদ উপলক্ষে ৯, ১০ ও ১১ জুলাই (শনিবার, রোববার ও সোমবার) সরকারি সাধারণ ছুটি। ঈদের ছুটির আগের দিন ছিল শুক্রবারের সাপ্তাহিক ছুটি।

ঈদুল আজহার ছুটি শেষে অফিস খুললেও নেই উপস্থিতি।এর আগে গত বৃহস্পতিবার ছিল ঈদের আগে শেষ কর্মদিবস। সেই হিসেবে টানা চার দিন ঈদের ছুটি শেষে আজ অফিসে যোগ দেবেন কর্মজীবীরা। খুলবে ব্যাংক-বিমা, শেয়ারবাজার ও বেসরকারি প্রতিষ্ঠান।

এদিকে ঈদ উপলক্ষে ৮ থেকে ৯ জুলাই পর্যন্ত ৬৫ লাখ ৭৮ হাজার ৮৬৬ জন সিম ব্যবহারকারী ঢাকা ছেড়েছেন। তবে অনেকেই একাধিক সিম ব্যবহার করেন। আবার অনেক শিশু কিংবা নারী মোবাইল ব্যবহার করেন না। তাই ঠিক কতজন ঢাকা ছেড়েছেন, তা সঠিক বলা যাচ্ছে না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত