Ajker Patrika

শান্তির কথা বলে বিএনপি নৈরাজ্য করেছে: তথ্যমন্ত্রী 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৮ অক্টোবর ২০২৩, ২২: ১৪
শান্তির কথা বলে বিএনপি নৈরাজ্য করেছে: তথ্যমন্ত্রী 

শান্তির কথা বলে বিএনপি নৈরাজ্য করেছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। তিনি বলেন, ‘শান্তিপূর্ণ সমাবেশের কথা বলে বিএনপি যে নৈরাজ্য করেছে, তা থেকে সাংবাদিকেরাও রেহাই পায়নি। এটার উপযুক্ত বিচার অবশ্যই আমরা নিশ্চিত করব।’ 

আজ শনিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে বিএনপির সমাবেশস্থলে আহত সাংবাদিক ও পুলিশ সদস্যদের দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন। 

তথ্যমন্ত্রী বলেন, ‘বিএনপির হামলায় ২০ জনের বেশি সাংবাদিক আহত হয়েছে। দেড় শ জনের বেশি পুলিশ সদস্য আহত হয়েছে। একজন পুলিশ সদস্যকে কুপিয়ে হত্যা করা হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা ঢাকা মেডিকেলে আহতদের দেখতে এসেছি।’ 

সেখানে উপস্থিত আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘আমরা অত্যন্ত ব্যথিত হয়ে হাসপাতালে এসেছি। নিহত পুলিশ সদস্য ও আহতদের দেখেছি। এই ঘটনার নিন্দা জানানোর ভাষা নেই।’ 

তিনি আরও বলেন, ‘২০১৪ সালে বিএনপি-জামায়াত সারা দেশে যেভাবে হত্যাযজ্ঞ পরিচালনা করেছে, আবার তারা আটঘাট বেঁধে নেমেছে হত্যাকাণ্ড আর অগ্নি-সন্ত্রাস করার জন্য। আওয়ামী লীগের নেতা-কর্মীদের ওপর হামলা করেছে। অবিলম্বে এই সন্ত্রাসীদের গ্রেপ্তার করে জনজীবন স্বাভাবিক রাখতে হবে।’ 

এ সময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত