Ajker Patrika

বাড়ি উচ্ছেদ ঠেকাতে গোলাম মওলা রনির রিট খারিজ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাড়ি উচ্ছেদ ঠেকাতে গোলাম মওলা রনির রিট খারিজ

পটুয়াখালীর গলাচিপায় থাকা বাড়ি উচ্ছেদ ঠেকাতে সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনির করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। আজ রোববার বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি মো. আখতারুজ্জামানের বেঞ্চ এ আদেশ দেন। 

রনির আইনজীবী এমদাদুল হক কাজী বলেন, ১৯৬০ সাল থেকে এ বাড়িতে তার মক্কেল বসবাস করে আসছেন। ২০০১ সালে সেখানে দোতলা ভবন করা হয়। তখনো সরকার কোনো কিছু জানায়নি। ২০১০ সালে রনির বাবা মারা যান। এত বছর পর বাড়ি উচ্ছেদের নোটিশ দিলে তা চ্যালেঞ্জ করে গত ৩০ জুন রিট করা হয়। 

এদিকে গত ১৯ জুলাই পটুয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল কাইয়ুমের নেতৃত্বে অভিযান চালিয়ে বাড়িটি ভেঙে দেওয়া হয়। 

উপজেলা প্রশাসন থেকে জানানো হয়, রনি উলানিয়া বন্দরে চান্দি ভিটার জমিটি এক বছর মেয়াদি বন্দোবস্ত নিয়ে অবৈধভাবে দোতলা ভবন নির্মাণ করে বসবাস করে আসছেন। সরকারি জমি থেকে স্থাপনা সরিয়ে নিতে একাধিকবার নোটিশ দেওয়া হলেও কোনো পদক্ষেপ না নেওয়ায় উচ্ছেদ চালানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত