Ajker Patrika

মেট্রোরেলের বৈদ্যুতিক তারে ফানুস, ২ ঘণ্টা বন্ধের পর চালু

উত্তরা (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ০১ জানুয়ারি ২০২৩, ১৩: ০০
মেট্রোরেলের বৈদ্যুতিক তারে ফানুস, ২ ঘণ্টা বন্ধের পর চালু

থার্টি ফার্স্ট নাইটে আকাশে ওড়ানো অনেক ফানুস মেট্রোরেলের বৈদ্যুতিক তারে আটকে যাওয়ায় দুই ঘণ্টা বন্ধ ছিল চলাচল। আজ রোববার সকাল ৮টা থেকে সকাল ১০টা ১৪ মিনিট পর্যন্ত বন্ধ থাকে মেট্রোরেলের চলাচল। পরে সকাল সোয়া ১০টায় উত্তরার দিয়াবাড়ী মেট্রোরেল স্টেশন থেকে আগারগাঁওয়ের উদ্দেশে প্রথম ট্রেনটি ছেড়ে যায়।

এদিকে মেট্রোরেল বন্ধ থাকার কারণে আগত যাত্রী ও দর্শনার্থীরা দিয়াবাড়ীর মেট্রোরেল স্টেশনে বিক্ষোভ করে। পরে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) কর্মকর্তারা তাঁদের বুঝিয়ে শান্ত করেন। 

থার্টি ফার্স্ট নাইটে ওড়ানো অনেক ফানুস মেট্রোরেলের বৈদ্যুতিক তারে আটকে যায়। এ বিষয়ে দিয়াবাড়ী মেট্রোরেলের জেনারেল ম্যানেজার (জিএম, অপারেশন) মো. ইফতেখার আহমেদের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি। 

যাত্রীদের দীর্ঘ লাইন। মেট্রোরেল প্রজেক্ট ম্যানেজার মো. শাহজাহান আজকের পত্রিকাকে বলেন, ‘গত রাতে (থার্টি ফার্স্ট নাইটে) ফানুস ওড়ানো হয়েছে। এসব ফানুস ও পটকা আমাদের ইলেকট্রিক্যাল সিস্টেমটা পুরো ব্লক করে ফেলেছিল। এসব ফানুস ও পটকা সরানোর পর ইলেকট্রিক সিস্টেম চালু করে মেট্রোরেল চলাচল শুরু হয়।’ 

তিনি বলেন, ‘এসব ক্লিন না করে আমরা তো মেট্রোরেল চালু করতে পারি না। তাতে যেকোনো ধরনের দুর্ঘটনা সৃষ্টি হতে পারত।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত