দোহার (ঢাকা) প্রতিনিধি
প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, নির্বাচন চলে এসেছে। এ মাসেই তফসিল ঘোষণা করা হবে। জানুয়ারির প্রথম সপ্তাহেই জাতীয় নির্বাচন হবে।
আজ শনিবার ঢাকার দোহার উপজেলার জয়পাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে শিক্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
দোহার উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষক সমিতি সমাবেশের আয়োজন করে।
সালমান এফ রহমান বলেন, আমি ওয়াশিংটন ডিসিতে গিয়েছিলাম। তাদের সঙ্গে কথা বলেছি। তারা বলেছে একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন তারা দেখতে চায়। তখন আমি তাদের বলেছি যে, আপনারা আমার সঙ্গে একমত হবে যে সরকার পরিবর্তন করতে হলে নির্বাচনের মাধ্যমে পরিবর্তন করতে হবে। তখন তারা আমার সঙ্গে একমত প্রকাশ করেছে।
বিএনপির উদ্দেশে তিনি বলেন, ‘তারা (বিএনপি) বলেছিল ২৮ অক্টোবরের পর সরকার আর থাকবে না। কিন্তু আমি ২৯ তারিখ সকালে উঠে দেখি সরকার আছে। তারপর তারা বললো যে ৩ তারিখ থাকবে না। আজকে ৪ তারিখ সরকার এখনো আছে। তাই এই সমস্ত ভুয়া কথা বলে জনগণকে ভুল বুঝিয়ে কোনো লাভ হবে না। ভোটে আসেন।
জ্বালাও পোড়াও করে বিএনপি কখনোই জনসমর্থন পাবে না উল্লেখ করে সালমান এফ রহমান বলেন, ক্ষমতায় আসতে হলে নির্বাচনে আসুন। জনগণ যদি আপনাদেরকে সমর্থন করে, ভোট দেয় তবেই আপনারা ক্ষমতায় আসতে পারবেন। পুলিশ ও সাধারণ মানুষদের ওপর জুলুম অত্যাচার করে ক্ষমতায় আসা যায় না।
শিক্ষকদের উদ্দেশ্য তিনি বলেন, ‘আপনারা যারা শিক্ষক আছেন তারাই হচ্ছে আগামী দিনের আমাদের ও বাংলাদেশের ভবিষ্যৎ। কারণ আপনারাই ভালো শিক্ষাদান করে ভালো মানুষ তেরি করেন। আর এ জন্য এখন আমাদের জোড় দিতে হবে শিক্ষার মানের দিকে। তাই আমাদের ছোট থেকেই ধর্মীয় শিক্ষা দিতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দোহার উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাশের আলম, দোহার সার্কেলের এএসপি আশরাফুল আলম, ওসি মোস্তফা কামালসহ অনেকে।
প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, নির্বাচন চলে এসেছে। এ মাসেই তফসিল ঘোষণা করা হবে। জানুয়ারির প্রথম সপ্তাহেই জাতীয় নির্বাচন হবে।
আজ শনিবার ঢাকার দোহার উপজেলার জয়পাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে শিক্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
দোহার উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষক সমিতি সমাবেশের আয়োজন করে।
সালমান এফ রহমান বলেন, আমি ওয়াশিংটন ডিসিতে গিয়েছিলাম। তাদের সঙ্গে কথা বলেছি। তারা বলেছে একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন তারা দেখতে চায়। তখন আমি তাদের বলেছি যে, আপনারা আমার সঙ্গে একমত হবে যে সরকার পরিবর্তন করতে হলে নির্বাচনের মাধ্যমে পরিবর্তন করতে হবে। তখন তারা আমার সঙ্গে একমত প্রকাশ করেছে।
বিএনপির উদ্দেশে তিনি বলেন, ‘তারা (বিএনপি) বলেছিল ২৮ অক্টোবরের পর সরকার আর থাকবে না। কিন্তু আমি ২৯ তারিখ সকালে উঠে দেখি সরকার আছে। তারপর তারা বললো যে ৩ তারিখ থাকবে না। আজকে ৪ তারিখ সরকার এখনো আছে। তাই এই সমস্ত ভুয়া কথা বলে জনগণকে ভুল বুঝিয়ে কোনো লাভ হবে না। ভোটে আসেন।
জ্বালাও পোড়াও করে বিএনপি কখনোই জনসমর্থন পাবে না উল্লেখ করে সালমান এফ রহমান বলেন, ক্ষমতায় আসতে হলে নির্বাচনে আসুন। জনগণ যদি আপনাদেরকে সমর্থন করে, ভোট দেয় তবেই আপনারা ক্ষমতায় আসতে পারবেন। পুলিশ ও সাধারণ মানুষদের ওপর জুলুম অত্যাচার করে ক্ষমতায় আসা যায় না।
শিক্ষকদের উদ্দেশ্য তিনি বলেন, ‘আপনারা যারা শিক্ষক আছেন তারাই হচ্ছে আগামী দিনের আমাদের ও বাংলাদেশের ভবিষ্যৎ। কারণ আপনারাই ভালো শিক্ষাদান করে ভালো মানুষ তেরি করেন। আর এ জন্য এখন আমাদের জোড় দিতে হবে শিক্ষার মানের দিকে। তাই আমাদের ছোট থেকেই ধর্মীয় শিক্ষা দিতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দোহার উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাশের আলম, দোহার সার্কেলের এএসপি আশরাফুল আলম, ওসি মোস্তফা কামালসহ অনেকে।
গত রোববার রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় এসে ঢাকনাবিহীন ম্যানহোলে পড়ে নিখোঁজ হন জ্যোতি। তিনি চুয়াডাঙ্গা জেলার বাগানপাড়া থানার মৃত ওলিউল্লাহ আহম্মেদের মেয়ে। জ্যোতি রাজধানীর মিরপুর এলাকায় পরিবার নিয়ে বাস করতেন।
৫ মিনিট আগেনাটোরের বড়াইগ্রামে চাঁদা না পেয়ে ১০টি দোকানে তালা দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ জামায়াতে ইসলামীর নেতা ও বিএনপির কর্মীসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার সন্ধ্যা উপজেলার আহম্মেদপুর বাজারে এই ঘটনা ঘটে।
২০ মিনিট আগেকুড়িগ্রামের ফুলবাড়ীতে বিলে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে ষষ্ঠ শ্রেণির দুই শিক্ষার্থী মারা গেছে। গতকাল সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার সদর ইউনিয়নের উত্তর কুটিচন্দ্রখানা এলাকায় ঘটনা ঘটে। সন্ধ্যায় তাদের মরদেহ উদ্ধার করে পরিবারের লোকজন।
১ ঘণ্টা আগেসোমবার জামালপুর ও ময়মনসিংহে জুলাই পথযাত্রা করেন এনসিপি। আজ মঙ্গলবার বেলা ১১টায় টাঙ্গাইল শহরের নিরালার মোড়ে পথসভা করবে দলটি। এ জন্য সফরে থাকা দলটির নেতার গতকাল রাতেই টাঙ্গাইলে আসেন। তাঁরা পৌঁছে ভাসানীর মাজারে পুষ্পস্তবক অর্পণ করেন। এর মধ্য দিয়ে এনসিপির টাঙ্গাইলের পদযাত্রা শুরু করা হয়েছে বলে দলটির
২ ঘণ্টা আগে