Ajker Patrika

রাজধানীতে বিয়াম ফাউন্ডেশনের কক্ষে এসি বিস্ফোরণে দগ্ধ আরও একজনের মৃত্যু

ঢামেক প্রতিবেদক
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। ছবি: সংগৃহীত
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। ছবি: সংগৃহীত

রাজধানীর নিউ ইস্কাটনে বিয়াম ফাউন্ডেশনের ভবনে এসি বিস্ফোরণে দগ্ধ ফারুক মীর (৪০) মারা গেছেন। আজ বুধবার বিকেল ৪টার দিকে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

মৃত্যুর বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডাক্তার শাওন বিন রহমান। তিনি বলেন, ফারুকের শরীরের ৪৭ শতাংশ দগ্ধ হয়েছিল।

এর আগে ২৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে নিউ ইস্কাটন বিয়াম কার্যালয়ের ভবনের পঞ্চম তলায় এ ঘটনা ঘটে। ওই দিন ঘটনাস্থলেই মারা যান অফিস সহকারী আব্দুল মালেক খান (৪০)।

ফারুক মীরের ছোট ভাই মো. তোফায়েল মীর আজকের পত্রিকাকে বলেন, তাদের বাড়ি ভোলা জেলার দক্ষিণ আইচা থানার নজরুল নগর গ্রামে। বাবার নাম মফিজ মীর। তার ভাই বিয়ামের ওই ভবনে থাকতেন এবং মাস্টার রোলে বিয়াম কার্যালয়ে সচিব পদমর্যাদার মোশারফ হোসেনের গাড়ি চালক ছিলেন।

তিনি আরও বলেন, এর আগে তার ভাই প্রায় ১৫ বছর ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের গাড়ি চালক ছিলেন। তাঁর স্ত্রী ফারজানা আক্তার ফাহিমা ও এক মেয়ে-দুই ছেলে গ্রামের বাড়িতে থাকেন।

ঘটনার সময় হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) মো. মনিরুজ্জামান বলেন, নিউ ইস্কাটনের ওই ভবনে পাঁচতলায় দুজন থাকতেন। আনুমানিক রাত ৩টার দিকে এসি বিস্ফোরণে দুজন দগ্ধ হন। আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে শুক্রবার সকাল পৌনে ৭টার দিকে আব্দুল মালেক খানকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। দগ্ধ ফারুক জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত