Ajker Patrika

রাজধানীর মোহাম্মদপুরে ছুরিকাঘাতে পোশাককর্মী গুরুতর আহত

ঢামেক প্রতিনিধি, ঢাকা
আপডেট : ২৯ অক্টোবর ২০২১, ১৭: ২৫
রাজধানীর মোহাম্মদপুরে ছুরিকাঘাতে পোশাককর্মী গুরুতর আহত

রাজধানীর মোহাম্মদপুর নবোদয় হাউজিং এলাকায় আয়েশা সিদ্দিকি (২২) নামের এক গার্মেন্টস কর্মীকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। আজ শুক্রবার ভোর সাড়ে ৬টার দিকে নবোদয় হাউজিং বাজারের পাশে ঘটনাটি ঘটে। আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

আহত আয়েশার বোন খালেদা আক্তার জানান, তাঁদের বাসা আদাবর নবোদয় হাউজিং এলাকায়। আয়েশা মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকার সাইনেস্ট গ্রুপ গার্মেন্টসে চাকরি করেন। স্বামী রুবেল ঢাকা উদ্যানে ইলেকট্রিকের কাজ করেন। তাঁদের গ্রামের বাড়ি দিনাজপুর জেলার বিরল উপজেলায়। তিনি বলেন, আজ আয়েশার গার্মেন্টস খোলা ছিল। স্বামীও কাজে ছিলেন। ভোরে স্বামীকে ভাত দিয়ে গার্মেন্টসে যাওয়ার কথা ছিল। পরে জানতে পারি কে বা কারা রিকশা থেকে নামিয়ে তাঁকে কুপিয়ে আহত করে। 

আয়েশার চিৎকারে এলাকার কয়েকজন ছুটে এলে হামলাকারীদের একজন পালিয়ে যায়। আরেকজনকে পাকড়াও করা হয়। খবর পেয়ে আয়েশাকে হাসপাতালে নিয়ে আসেন খালেদা। 

আহত আয়েশা বলেন, `আমি বাসার সামনে থেকে রিকশা নিয়ে ঢাকা উদ্যান হয়ে মোহাম্মদপুর বেড়িবাঁধে গার্মেন্টসে যাচ্ছিলাম। পথে নবোদয় হাউজিং বাজারের কাছে এলে দুই ব্যক্তি রিকশা থেকে নামিয়ে একজন ধরে রাখে, আরেকজন সিজার (কাচি) দিয়ে পেছনে আঘাত করে। পরে চিৎকার করলে এলাকার লোকজন এসে একজনকে ধরে ফেলে, আরেকজন পালিয়ে যায়। তাদের আমি চিনতে পারি নাই। তবে আমার কাছ থেকে কিছুই নেয়নি।' 

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ (এএসআই) আবদুল খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহত আয়েশার পিঠে ধারালো অস্ত্রের তিনটি আঘাত আছে। জরুরি বিভাগে তাঁর চিকিৎসা চলছে। তবে চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁর অবস্থা গুরুতর। 

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ বলেন, ভোরে নবোদয় হাউজিং এলাকায় দুই ব্যক্তি এক পোশাককর্মীকে সিজার দিয়ে আঘাত করেছে। তাদের একজনকে আটক করা হয়েছে। ওই ব্যক্তি জানিয়েছেন, এক নারী তাঁর সঙ্গে প্রতারণা করে টাকাপয়সা নিয়ে যায়। কয়েক দিন ধরে নবোদয় হাউজিং এলাকায় ওই নারীকে খুঁজছিলেন তিনি। আজ ভোরে ভিকটিম রিকশা নিয়ে যাচ্ছিল। এ সময় ওই ব্যক্তি আয়েশাকে ওই নারী মনে করে পেছন দিক থেকে সিজার (কেচি) দিয়ে আঘাত করেন। আটক ব্যক্তির বক্তব্য আমাদের কাছে সন্দেহজনক মনে হচ্ছে। ভিকটিম ঢামেক হাসপাতালে রয়েছেন। তিনি সুস্থ হলে বিস্তারিত জানা যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত