অনলাইন ডেস্ক
সাংবাদিক মেহেরুন রুনির ভাই নওশের রোমান বলেছেন, তদন্ত রিপোর্টে কী আছে, তা না জানা পর্যন্ত আশাবাদী হওয়ার মতো কিছু নেই। আজ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টের অ্যানেক্স ভবনের সামনে এসব কথা বলেন তিনি।
নওশের রোমান বলেন, ‘আমরা সব সময় মনে করতাম যে আগের সরকারের সংশ্লিষ্ট কেউ বা সরকার স্বয়ং এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। কারণ, যত ধরনের নাটক হয়েছে, ডিএনএ টেস্ট থেকে শুরু করে আমাদের হয়রানি এবং নানা সময় সরকারের মন্ত্রী কথাবার্তা। তৎকালীন প্রধানমন্ত্রী বলেছিলেন, কারও বেডরুম পাহারা দেওয়ার দায়িত্ব তার না। এ কারণেই আমরা মনে করি, তৎকালীন সরকার বা তাদের সংশ্লিষ্ট কেউ এটার সঙ্গে জড়িত।’
নওশের রোমান আরও বলেন, ‘এতবার আশাভঙ্গ ঘটেছে, যার ফলে আমরা আশাবাদী হওয়ার মতো কিছু পাচ্ছি না, যতক্ষণ পর্যন্ত না তদন্ত রিপোর্ট কী আসছে, সেটা জানতে পারছি।’
সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের বাসায় নৃশংসভাবে খুন হন। ওই ঘটনায় করা মামলার ১৩ বছরেও তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়নি। চিহ্নিত করা যায়নি খুনিদের। এ নিয়ে রুনির ভাইসহ কথা বলেছেন ছেলে ও আইনজীবী।
সুপ্রিম কোর্টের অ্যানেক্স ভবনের সামনে বাদীপক্ষের আইনজীবী মোহাম্মদ শিশির মনির সাংবাদিকদের বলেন, ‘অতীতে এই মামলা সঠিকভাবে তদন্ত করতে দেওয়া হয়নি মর্মে কিছু তথ্য-উপাত্ত এসেছে। অতীতে উচ্চপর্যায় থেকে তদন্ত বাধাগ্রস্ত করেছে; যার কারণে তদন্ত প্রতিবেদন আলোর মুখ দেখেনি। ১৩ বছরেও তদন্ত শেষ না হওয়া রাষ্ট্রীয় পর্যায়ে ব্যর্থতার ফল। এত দিন অনেক সাক্ষ্যপ্রমাণ হারিয়ে গেছে। তবে যতটুকু জানতে পেরেছি, আসামিরা মুখ খুলছেন। বেশ কিছু অগ্রগতি হয়েছে। সময়ের ব্যবধানে এই ডেভেলপমেন্ট নিয়ে হাইকোর্ট বিভাগে তদন্ত প্রতিবেদন সাবমিট করা হবে।’
এ সময় সাগর-রুনির ছেলে মাহির সরওয়ার মেঘ বলেন, ‘আগে তো কিছু হতো না। এখন তো দেখছি যে ওরা কাজ করছে। আমরা আশাবাদী। আশা করা যাচ্ছে, পজিটিভ কিছু একটা শুনতে পাব।’
সাংবাদিকদের প্রতিবাদ
এদিকে সাগর-রুনি রুনি হত্যার বিচার দাবিতে আগামীকাল বুধবার স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেবে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। এ ছাড়া আগামী ২ মার্চ আদালতে মামলার তদন্ত প্রতিবেদন না দিলে কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার ডিআরইউয়ের সামনে সাগর-রুনি হত্যার প্রতিবাদে আয়োজিত সমাবেশ থেকে এ ঘোষণা দেন সংগঠনটির সভাপতি আবু সালেহ আকন।
সাংবাদিক মেহেরুন রুনির ভাই নওশের রোমান বলেছেন, তদন্ত রিপোর্টে কী আছে, তা না জানা পর্যন্ত আশাবাদী হওয়ার মতো কিছু নেই। আজ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টের অ্যানেক্স ভবনের সামনে এসব কথা বলেন তিনি।
নওশের রোমান বলেন, ‘আমরা সব সময় মনে করতাম যে আগের সরকারের সংশ্লিষ্ট কেউ বা সরকার স্বয়ং এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। কারণ, যত ধরনের নাটক হয়েছে, ডিএনএ টেস্ট থেকে শুরু করে আমাদের হয়রানি এবং নানা সময় সরকারের মন্ত্রী কথাবার্তা। তৎকালীন প্রধানমন্ত্রী বলেছিলেন, কারও বেডরুম পাহারা দেওয়ার দায়িত্ব তার না। এ কারণেই আমরা মনে করি, তৎকালীন সরকার বা তাদের সংশ্লিষ্ট কেউ এটার সঙ্গে জড়িত।’
নওশের রোমান আরও বলেন, ‘এতবার আশাভঙ্গ ঘটেছে, যার ফলে আমরা আশাবাদী হওয়ার মতো কিছু পাচ্ছি না, যতক্ষণ পর্যন্ত না তদন্ত রিপোর্ট কী আসছে, সেটা জানতে পারছি।’
সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের বাসায় নৃশংসভাবে খুন হন। ওই ঘটনায় করা মামলার ১৩ বছরেও তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়নি। চিহ্নিত করা যায়নি খুনিদের। এ নিয়ে রুনির ভাইসহ কথা বলেছেন ছেলে ও আইনজীবী।
সুপ্রিম কোর্টের অ্যানেক্স ভবনের সামনে বাদীপক্ষের আইনজীবী মোহাম্মদ শিশির মনির সাংবাদিকদের বলেন, ‘অতীতে এই মামলা সঠিকভাবে তদন্ত করতে দেওয়া হয়নি মর্মে কিছু তথ্য-উপাত্ত এসেছে। অতীতে উচ্চপর্যায় থেকে তদন্ত বাধাগ্রস্ত করেছে; যার কারণে তদন্ত প্রতিবেদন আলোর মুখ দেখেনি। ১৩ বছরেও তদন্ত শেষ না হওয়া রাষ্ট্রীয় পর্যায়ে ব্যর্থতার ফল। এত দিন অনেক সাক্ষ্যপ্রমাণ হারিয়ে গেছে। তবে যতটুকু জানতে পেরেছি, আসামিরা মুখ খুলছেন। বেশ কিছু অগ্রগতি হয়েছে। সময়ের ব্যবধানে এই ডেভেলপমেন্ট নিয়ে হাইকোর্ট বিভাগে তদন্ত প্রতিবেদন সাবমিট করা হবে।’
এ সময় সাগর-রুনির ছেলে মাহির সরওয়ার মেঘ বলেন, ‘আগে তো কিছু হতো না। এখন তো দেখছি যে ওরা কাজ করছে। আমরা আশাবাদী। আশা করা যাচ্ছে, পজিটিভ কিছু একটা শুনতে পাব।’
সাংবাদিকদের প্রতিবাদ
এদিকে সাগর-রুনি রুনি হত্যার বিচার দাবিতে আগামীকাল বুধবার স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেবে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। এ ছাড়া আগামী ২ মার্চ আদালতে মামলার তদন্ত প্রতিবেদন না দিলে কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার ডিআরইউয়ের সামনে সাগর-রুনি হত্যার প্রতিবাদে আয়োজিত সমাবেশ থেকে এ ঘোষণা দেন সংগঠনটির সভাপতি আবু সালেহ আকন।
শেখ হাসিনা সরকারের পতনের পর বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) নানা উন্নয়নকাজ একটি সংঘবদ্ধ চক্র (সিন্ডিকেট) দখল করে নিচ্ছে। পদ না থাকলেও বিএনপি নামধারী কয়েক নেতা করপোরেশনের লাখ লাখ টাকার কাজগুলো করেছে বলে অভিযোগ করেছে। এ নিয়ে গত মঙ্গলবারও দুই পক্ষে হাতাহাতি হয়েছে।
৫ ঘণ্টা আগেসুনামগঞ্জে হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণকাজের নির্ধারিত সময়সীমা গতকাল শেষ হয়েছে। তবে কাজ শেষ করতে পারেনি পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। পাউবোর দাবি, জেলায় বাঁধের কাজ গড়ে ৮৮ শতাংশ শেষ হয়েছে। বাকি কাজ শেষ করতে আরও সাত
৫ ঘণ্টা আগেইজমা শোভা জর্দা কোম্পানি। দেশি এই জর্দা কোম্পানির মালিক মঞ্জু মিয়া। তিনি জেলার কয়েকজন প্রভাবশালী নেতার ঘনিষ্ঠজন। ২০২৩ সালে আওয়ামী লীগ সরকারের আমলে মঞ্জু মিয়া করিমগঞ্জ উপজেলার জাফরাবাদ ও কাদির জঙ্গল ইউনিয়নের মধ্যবর্তী দেওয়ানগঞ্জ বাজার সেতুর পশ্চিমে নরসুন্দা নদীর মূল গতিপথের
৫ ঘণ্টা আগেশুরুর মতো এবারের বইমেলার শেষ দিনটিও ছিল সাপ্তাহিক ছুটির দিন। গতকাল শুক্রবার তাই সকাল থেকে আসতে শুরু করেন দর্শনার্থীরা। শিশুপ্রহরে বাচ্চাদের দল এসেছিল পরিবারের সঙ্গে। ক্রমে বেলা বাড়তেই বড়দের ভিড় লেগে যায়। এক বছরের জন্য বিদায় নিচ্ছে বইমেলা, তাই ভিড় ছিল শেষ মুহূর্ত পর্যন্ত।
৫ ঘণ্টা আগে