Ajker Patrika

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে লরি-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৫

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ০৩ জুন ২০২২, ২২: ৩০
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে লরি-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৫

কেরানীগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সার্ভিস রোডে ভেকু বহনকারী লরি ও সিএনজি অটোরিকশার মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হয়েছেন। আহত অবস্থায় আরও দুজনকে মিটফোর্ড হাসপাতালে নিয়ে গেলে সেখানে একজন মারা যান। আহত অপরজনের অবস্থাও আশঙ্কাজনক।

গতকাল বৃহস্পতিবার রাত সোয়া ১২টায় দক্ষিণ কেরানীগঞ্জে ঢাকা-মাওয়া মহাসড়কের তেঘরিয়া এলাকার আর্মি ক্যাম্পের কাছে ভেকু বহনকারী লরিটি আর্মি ক্যাম্পের ভেতর যাওয়ার উদ্দেশ্যে মোড় নিচ্ছিল। অন্যদিকে একটি সিএনজিচালিত অটোরিকশা ইকুরিয়া থেকে মাওয়া অভিমুখে যাচ্ছিল। উভয় গাড়ির গতি বেশি থাকায় অটোরিকশাটি লরির নিচে চলে যায়। এ সময় অটোরিকশার চালকসহ ছয়জন যাত্রীর মধ্যে ঘটনাস্থলেই চারজন মারা যান। পরে হাসপাতালে নেওয়ার পর একজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

নিহতরা হলেন অটোরিকশার চালক মো. তমাল (১৮), যাত্রী জোনায়েদ হোসেন জিহাদ (২৩), নাহিদ হোসেন ফাহিম (২১)। বাকিদের পরিচয় এখনো পাওয়া যায়নি। 

এ বিষয়ে হাইওয়ে পুলিশের নারায়ণগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার অমৃত সূত্রধর বলেন, ‘দুর্ঘটনাকবলিত অটোরিকশা ও লরিটি আমাদের হেফাজতে রয়েছে। তবে লরির চালক ও হেলপার পালিয়ে গেছেন। এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা প্রক্রিয়াধীন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত