Ajker Patrika

সখ্য গড়ে যাত্রীদের সর্বস্ব লুট, চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৩ জুন ২০২৩, ১৮: ২২
সখ্য গড়ে যাত্রীদের সর্বস্ব লুট, চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

রাজধানীর গাবতলী বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে সংঘবদ্ধ অজ্ঞান পার্টির প্রধান ফুল মিয়াসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। এ সময় তাঁদের কাছ থেকে ১৫০টি চেতনানাশক ট্যাবলেট ও পাঁচ প্যাকেট বিস্কুট জব্দ করা হয়। গতকাল বৃহস্পতিবার দারুসসালাম থানার গাবতলী বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। 

র‍্যাব বলছে, ঈদ উপলক্ষে ঘরমুখী মানুষের সঙ্গে সখ্য গড়ে তুলে টাকাপয়সা ও মূল্যবান সামগ্রী হাতিয়ে নিতেন চক্রের সদস্যরা। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. ফুল মিয়া (৪৯), মো. এনামুল শেখ (৩৫), মো. আবু মুসা (৩০), মো. আহাদ আলী (২৪) ও আ. রহিম (৩৮)। 

আজ শুক্রবার বিকেলে র‍্যাব-৪-এর মিডিয়া কর্মকর্তা সহকারী পুলিশ সুপার (এএসপি) মাজহারুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন। 

গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে চেতনানাশক ট্যাবলেট ও বিস্কুট জব্দ করা হয়। ছবি: সংগৃহীতমাজহারুল ইসলাম জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গাবতলী বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে মলম পার্টি চক্রের প্রধানসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা অজ্ঞান পার্টি চক্রের সক্রিয় সদস্য বলে স্বীকার করেছেন।

গ্রেপ্তার ব্যক্তিরা র‍্যাবকে জানান, তাঁরা দীর্ঘদিন ধরে যাত্রীর ছদ্মবেশে দূরপাল্লার পরিবহনে উঠে সাধারণ যাত্রীদের সঙ্গে সখ্য গড়ে তুলতেন। এরপর কৌশলে চেতনানাশক ওষুধ মিশ্রিত বিস্কুট বা পানি পান করিয়ে যাত্রীদের সর্বস্ব লুট করতেন।

জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, ঈদ উপলক্ষে বিপুলসংখ্যক যাত্রী গাবতলী বাসস্ট্যান্ড দিয়ে যাতায়াত করবে বিধায় তাঁরা চেতনানাশক প্রয়োগ করে সর্বস্ব লুটের পরিকল্পনা করেছিলেন। 

এ বিষয়ে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান এ কর্মকর্তা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত