নিজস্ব প্রতিনিধি
দেশব্যাপী দুর্গামণ্ডপে হামলায় উসকানি দেওয়ার অভিযোগে মাওলানা আব্দুর রহিম বিপ্লবীকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আজ বৃহস্পতিবার সকালে তাঁকে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন শুভাঢ্যা ইউনিয়নের চুনকুটিয়া পূর্বপাড়া থেকে গ্রেপ্তার করা হয়।
সিআইডির পক্ষ থেকে বলা হয়, গত ১৩ অক্টোবর দুর্গাপূজার মহা অষ্টমীর দিন ভোরে কুমিল্লা শহরের নানুয়াদীঘির পাড়ে একটি পূজামণ্ডপে কোরআন পাওয়ার ঘটনা ঘটে। পরে একদল লোক কোরআন অবমাননার অভিযোগ তুলে ওই পূজা মণ্ডপে হামলা ও ভাঙচুর চালায় । এই ঘটনার জের ধরে সেদিনই চাঁদপুরের হাজীগঞ্জে কিছু মন্দিরে হামলা চালানো হয় । সহিংসতায় কয়েকজন নিহত হয় । ওই দিনই বাংলাদেশের একজন ইসলামি বক্তা মাওলানা আব্দুর রহিম বিপ্লবী ( ৩৯ ) । ঢাকা একটি ওয়াজ মাহফিলে বক্তৃতাকালে উসকানিমূলকভাবে বলেন , মূর্তির পায়ে যারা পবিত্র কোরআন রেখেছে তাদেরকে একদিনের মধ্যে গ্রেপ্তার না করলে বাংলাদেশে একটি পূজা মণ্ডপও রাখব না । তা ছাড়াও কুমিল্লার পূজা ইস্যুকে কেন্দ্র করে চাঁদপুরের নিহতের ঘটনায় পুলিশকে দায়ী এবং দোষী করে অপমানজনক , তুচ্ছ - তাচ্ছিল্য , অবজ্ঞা এবং উগ্র বক্তব্য প্রচার করে । এই বক্তব্য বিভিন্নভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নেটিজেন ও জনগণের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয় । এই বক্তব্য ছড়িয়ে পড়লে সারাদেশে আইন - শৃঙ্খলার অবনতি ঘটতে থাকে ।
সিআইডি জানায়, গ্রেপ্তার হওয়া আব্দুর রহিম বিপ্লবীর বিরুদ্ধে পল্টন মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে । প্রাথমিক জিজ্ঞাসাবাদে পূজামণ্ডপ সম্পর্কিত উস্কানিমুলক বক্তব্য দেওয়ার কথা স্বীকার করেছেন বিপ্লবী ।
দেশব্যাপী দুর্গামণ্ডপে হামলায় উসকানি দেওয়ার অভিযোগে মাওলানা আব্দুর রহিম বিপ্লবীকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আজ বৃহস্পতিবার সকালে তাঁকে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন শুভাঢ্যা ইউনিয়নের চুনকুটিয়া পূর্বপাড়া থেকে গ্রেপ্তার করা হয়।
সিআইডির পক্ষ থেকে বলা হয়, গত ১৩ অক্টোবর দুর্গাপূজার মহা অষ্টমীর দিন ভোরে কুমিল্লা শহরের নানুয়াদীঘির পাড়ে একটি পূজামণ্ডপে কোরআন পাওয়ার ঘটনা ঘটে। পরে একদল লোক কোরআন অবমাননার অভিযোগ তুলে ওই পূজা মণ্ডপে হামলা ও ভাঙচুর চালায় । এই ঘটনার জের ধরে সেদিনই চাঁদপুরের হাজীগঞ্জে কিছু মন্দিরে হামলা চালানো হয় । সহিংসতায় কয়েকজন নিহত হয় । ওই দিনই বাংলাদেশের একজন ইসলামি বক্তা মাওলানা আব্দুর রহিম বিপ্লবী ( ৩৯ ) । ঢাকা একটি ওয়াজ মাহফিলে বক্তৃতাকালে উসকানিমূলকভাবে বলেন , মূর্তির পায়ে যারা পবিত্র কোরআন রেখেছে তাদেরকে একদিনের মধ্যে গ্রেপ্তার না করলে বাংলাদেশে একটি পূজা মণ্ডপও রাখব না । তা ছাড়াও কুমিল্লার পূজা ইস্যুকে কেন্দ্র করে চাঁদপুরের নিহতের ঘটনায় পুলিশকে দায়ী এবং দোষী করে অপমানজনক , তুচ্ছ - তাচ্ছিল্য , অবজ্ঞা এবং উগ্র বক্তব্য প্রচার করে । এই বক্তব্য বিভিন্নভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নেটিজেন ও জনগণের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয় । এই বক্তব্য ছড়িয়ে পড়লে সারাদেশে আইন - শৃঙ্খলার অবনতি ঘটতে থাকে ।
সিআইডি জানায়, গ্রেপ্তার হওয়া আব্দুর রহিম বিপ্লবীর বিরুদ্ধে পল্টন মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে । প্রাথমিক জিজ্ঞাসাবাদে পূজামণ্ডপ সম্পর্কিত উস্কানিমুলক বক্তব্য দেওয়ার কথা স্বীকার করেছেন বিপ্লবী ।
র্যাব-৭ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মনোয়ারার বাড়িতে অভিযান চালানো হয়। র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে কয়েকজন দৌঁড়ে পালিয়ে যায়। পরে মনোয়ারাকে আটক করা হয়। তাঁর স্বীকারোক্তি অনুযায়ী, ঘরের বারান্দার খাটের নিচে রাখা একটি ব্যাগ থেকে স্কচটেপ মোড়ানো অবস্থায় এক লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
৬ মিনিট আগেমনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মাহবুবুর রহমান বলেন, ‘‘সকালে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়েছে। কিভাবে তাঁর মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।’’
৯ মিনিট আগেপ্রতারণার এমন ঘটনা ঘটেছে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায়। এলাকাটি রাজশাহীর বাঘা উপজেলার ঠিক বিপরীতে, পদ্মা নদীর ওপারে। প্রতারক কুলসুম খাতুন স্বামীর সঙ্গে ওই এলাকায় গিয়ে তার নাম জানিয়েছিলেন ‘মুনিয়া’।
১০ মিনিট আগেবুধবার (১৬ জুলাই) বিকেল চারটায় বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কার্যালয়ে দুজন সহকারী শিক্ষকের সামনে এ ঘটনা ঘটে। এছাড়া ধারালো অস্ত্র কুন্তি দিয়ে আঘাত করায় ভীতিকর অবস্থা তৈরি হয়। এসময় প্রাণনাশের হুমকিও দেওয়া হয় শিক্ষককে। এ ঘটনায় গত বৃহস্পতিবার (১৭ জুলাই) কটিয়াদি শিক্ষা অফিস ও কটিয়াদি থানাতে লিখিত অভিযোগ...
১৮ মিনিট আগে