Ajker Patrika

এক মাসে ৩৭ নারীর আত্মহত্যা: প্রতিবেদন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ৩১ জানুয়ারি ২০২৩, ২১: ৫০
এক মাসে ৩৭ নারীর আত্মহত্যা: প্রতিবেদন

এ বছর জানুয়ারি মাসে সারা দেশে আত্মহত্যা করেছে ৩৭ জন নারী। এদের মধ্যে ১২ জনের বয়স ১৮ বছরের নিচে। বাংলাদেশ মহিলা পরিষদের নারী ও কন্যা নির্যাতনবিষয়ক মাসিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। দেশের ১৩টি জাতীয় দৈনিকে প্রকাশিত সংবাদের ভিত্তিতে এই প্রতিবেদন তৈরি করে মহিলা পরিষদ।

প্রতিবেদন অনুযায়ী, জানুয়ারি মাসে মোট ২৪০ জন নারী ও কন্যা নির্যাতনের শিকার হয়েছে। এর মধ্যে ধর্ষণের শিকার হয়েছে ৩৮ মেয়েশিশুসহ ৫৪ জন। ৭ জনকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। যৌন নিপীড়নের শিকার হয়েছে ৬ জন। উত্ত্যক্তকরণের শিকার হয়েছে ৬ জন। এর মধ্যে উত্ত্যক্তকরণের কারণে আত্মহত্যা করেছে ২ জন। নারী পাচারের ঘটনা ঘটেছে ২টি। অগ্নিদগ্ধের শিকার হয়েছে ৪ জন। এর মধ্যে ৩ জনের অগ্নিদগ্ধের কারণে মৃত্যু হয়েছে। যৌতুকের কারণে নির্যাতনের শিকার হয়েছে ১১ জন। এর মধ্যে ২ জনকে যৌতুকের কারণে হত্যা করা হয়েছে। 

বাংলাদেশ মহিলা পরিষদের প্রতিবেদন বলছে, গত মাসে ৫ জন গৃহকর্মী নির্যাতনের ঘটনা সংবাদমাধ্যমে উঠে এসেছে। আর একজন গৃহকর্মীকে হত্যার ঘটনা ঘটেছে। বিভিন্ন কারণে ৩৬ জন নারীকে হত্যা করা হয়েছে। এ ছাড়া ২৫ জনের রহস্যজনক মৃত্যু হয়েছে। ৮ জন কন্যাসহ ১১ জন অপহরণের শিকার হয়েছে। পুলিশি নির্যাতনের শিকার হয়েছে ১ জন। ১ জন কন্যাসহ ৫ জন সাইবার অপরাধের শিকার হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত