অনলাইন ডেস্ক
রাজধানীর মোহাম্মদপুরে হাউসিং কর্মী বিল্লাল গাজী হত্যা মামলার অন্যতম আসামি ও ‘কব্জি কাটা গ্রুপে’র সদস্য বিল্লাল ওরফে ভাগনে বিল্লাল ওরফে অগ্নি বিল্লালকে (২৮) অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র্যাব।
গতকাল বৃহস্পতিবার আদাবর থানার শ্যামলী হাউসিং এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার হেফাজত থেকে সামুরাই, পাহাড়ি দা, লক কাটার, তিনটি ওয়াকি-টকি, দুটি ওয়াকি-টকি চার্জার, শিশা খাওয়ার মেশিন, মোটরসাইকেল, রাউটার এবং দুটি মোবাইল উদ্ধার করা হয়।
আজ শুক্রবার তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন র্যাব-২ সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) ও সহকারী পরিচালক শিহাব করিম।
শিহাব করিম বলেন, নিহত বিল্লাল গাজী (২৮) সাভার থানার একটি হাউসিং কোম্পানির মাঠপর্যায়ের কর্মী। গত ১ অক্টোবর রাতে বিল্লাল গাজী অফিস থেকে বাসায় ফেরার পথে মোহাম্মদপুর থানার নবোদয় হাউসিং এলাকায় মো. বিল্লাল ওরফে ভাগনে বিল্লালসহ কব্জি কাটা গ্রুপের ২০ থেকে ২৫ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এই ঘটনায় নিহত বিল্লাল গাজীর মা বাদী হয়ে রাজধানীর মোহাম্মদপুর থানায় ২২ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় বিল্লালকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাকে রাজধানীর মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র্যাব।
রাজধানীর মোহাম্মদপুরে হাউসিং কর্মী বিল্লাল গাজী হত্যা মামলার অন্যতম আসামি ও ‘কব্জি কাটা গ্রুপে’র সদস্য বিল্লাল ওরফে ভাগনে বিল্লাল ওরফে অগ্নি বিল্লালকে (২৮) অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র্যাব।
গতকাল বৃহস্পতিবার আদাবর থানার শ্যামলী হাউসিং এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার হেফাজত থেকে সামুরাই, পাহাড়ি দা, লক কাটার, তিনটি ওয়াকি-টকি, দুটি ওয়াকি-টকি চার্জার, শিশা খাওয়ার মেশিন, মোটরসাইকেল, রাউটার এবং দুটি মোবাইল উদ্ধার করা হয়।
আজ শুক্রবার তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন র্যাব-২ সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) ও সহকারী পরিচালক শিহাব করিম।
শিহাব করিম বলেন, নিহত বিল্লাল গাজী (২৮) সাভার থানার একটি হাউসিং কোম্পানির মাঠপর্যায়ের কর্মী। গত ১ অক্টোবর রাতে বিল্লাল গাজী অফিস থেকে বাসায় ফেরার পথে মোহাম্মদপুর থানার নবোদয় হাউসিং এলাকায় মো. বিল্লাল ওরফে ভাগনে বিল্লালসহ কব্জি কাটা গ্রুপের ২০ থেকে ২৫ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এই ঘটনায় নিহত বিল্লাল গাজীর মা বাদী হয়ে রাজধানীর মোহাম্মদপুর থানায় ২২ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় বিল্লালকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাকে রাজধানীর মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র্যাব।
তামাকজনিত মৃত্যু ও তামাকের ব্যবহার কমাতে প্রতীকী কফিন র্যালি করেছে তামাকবিরোধী ১৭টি সংগঠন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। র্যালি শেষে তামাক নিয়ন্ত্রণ আইনকে সময়োপযোগী ও শক্তিশালীকরণের দাবিতে সমাবেশ হয়েছে।
৮ মিনিট আগেচলতি ২০২৪-২৫ শিক্ষাবর্ষে দেশের পাঁচটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছিলেন দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার পাল্টাপুর ইউনিয়নের ধুলোট গ্রামের তুষার চন্দ্র রায়। দরিদ্র পরিবারের এ তরুণ কোনোমতে বিশ্ববিদ্যালয়ে ভর্তির অর্থ জোগাড় করতে পারলেও পড়াশোনা চালিয়ে নিতে হিমশিম খাচ্ছেন।
১০ মিনিট আগেঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) পড়ুয়া ফিলিস্তিনের শিক্ষার্থী আবু আনাস। সম্প্রতি গাজায় ইসরায়েলি বোমা হামলায় তাঁর পরিবারের বেশ কয়েকজন সদস্য নিহত হয়েছেন বলে জানা গেছে। এর প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
২৬ মিনিট আগেপদযাত্রা কর্মসূচির বিস্তারিত তথ্য জানাতে এনসিপির জেলা শাখা আজ বুধবার দুপুরে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে। এদিকে একই স্থানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মহানগরের সংগঠক পরিচয়ে আরেকটি পক্ষ সংবাদ সম্মেলন করেছে। তারাও ওই পদযাত্রা সফল করার বিষয়ে জানাতে প্রেসক্লাবে সাংবাদিকদের সামনে হাজির হয়।
২৯ মিনিট আগে