নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজকে নতুন একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলাম এ নির্দেশ দেন।
এ ছাড়া সিআইডির বরখাস্ত ডিআইজি ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার মোল্যা নজরুল ইসলাম, সাবেক অতিরিক্ত ডিআইজি মো. মশিউর রহমান, মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, শিল্পপতি নজরুল ইসলাম মজুমদার ও ছাত্রলীগ নেত্রী খাদিজা আক্তার ঊর্মিকে ভিন্ন ভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
প্রত্যেককে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। মামলাসংশ্লিষ্ট কর্মকর্তারা তাঁদের গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। শুনানি শেষে আদালত প্রত্যেককে গ্রেপ্তার দেখিয়ে আবার কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, তুরিন আফরোজকে মিরপুর থানার অধীন পারভেজ হোসেন হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। গত বছরের ৪ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনের মিছিল চলাকালে মিরপুর–১০ নম্বরের একটি গলিতে নিহত হন পারভেজ হোসেন। এরপর নভেম্বরের ৩ তারিখ নুর ইসলাম নামের এক ব্যক্তি মামলা করেন।
৭ এপ্রিল রাতে উত্তরার একটি বাসায় অভিযান চালিয়ে তুরিন আফরোজকে গ্রেপ্তার করা হয়।
এদিকে ধানমন্ডি থানার এক মামলায় সিআইডির বরখাস্ত ডিআইজি ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার মোল্যা নজরুল ইসলাম ও অতিরিক্ত ডিআইজি মো. মশিউর রহমানকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এ ছাড়া ধানমন্ডি থানার আরেক মামলায় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, একই থানায় আরেক মামলায় নজরুল ইসলাম মজুমদার ও ছাত্রলীগ নেত্রী খাদিজা আক্তার ঊর্মিকে গ্রেপ্তার দেখানো হয়।
আরও পড়ুন—
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজকে নতুন একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলাম এ নির্দেশ দেন।
এ ছাড়া সিআইডির বরখাস্ত ডিআইজি ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার মোল্যা নজরুল ইসলাম, সাবেক অতিরিক্ত ডিআইজি মো. মশিউর রহমান, মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, শিল্পপতি নজরুল ইসলাম মজুমদার ও ছাত্রলীগ নেত্রী খাদিজা আক্তার ঊর্মিকে ভিন্ন ভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
প্রত্যেককে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। মামলাসংশ্লিষ্ট কর্মকর্তারা তাঁদের গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। শুনানি শেষে আদালত প্রত্যেককে গ্রেপ্তার দেখিয়ে আবার কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, তুরিন আফরোজকে মিরপুর থানার অধীন পারভেজ হোসেন হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। গত বছরের ৪ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনের মিছিল চলাকালে মিরপুর–১০ নম্বরের একটি গলিতে নিহত হন পারভেজ হোসেন। এরপর নভেম্বরের ৩ তারিখ নুর ইসলাম নামের এক ব্যক্তি মামলা করেন।
৭ এপ্রিল রাতে উত্তরার একটি বাসায় অভিযান চালিয়ে তুরিন আফরোজকে গ্রেপ্তার করা হয়।
এদিকে ধানমন্ডি থানার এক মামলায় সিআইডির বরখাস্ত ডিআইজি ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার মোল্যা নজরুল ইসলাম ও অতিরিক্ত ডিআইজি মো. মশিউর রহমানকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এ ছাড়া ধানমন্ডি থানার আরেক মামলায় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, একই থানায় আরেক মামলায় নজরুল ইসলাম মজুমদার ও ছাত্রলীগ নেত্রী খাদিজা আক্তার ঊর্মিকে গ্রেপ্তার দেখানো হয়।
আরও পড়ুন—
সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে বাগ্বিতণ্ডার একপর্যায়ে রোগীর বন্ধুকে চিকিৎসকের লাথি মারার ঘটনা ফেসবুকে ভাইরাল হয়েছে। ওই ঘটনা তদন্তে ছয় সদস্যের কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। সেই সঙ্গে অভিযুক্ত চিকিৎসককে তাঁর দায়িত্ব থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
১০ মিনিট আগেঢাকার কেরানীগঞ্জে গত শুক্রবার রাতে বস্তাবন্দী অবস্থায় এক নারীর মাথাবিহীন খণ্ডিত লাশ উদ্ধার করে পুলিশ। পরে এ ঘটনা নিয়ে তদন্তের মধ্যে গতকাল রোববার বিকেলে বুড়িগঙ্গা নদী থেকে মানুষের হাত ও পায়ের কিছু অংশ উদ্ধার করা হয়। পুলিশের প্রাথমিক ধারণা ছিল, খণ্ডিত অংশগুলো একই ব্যক্তির।
৩৩ মিনিট আগেঅবৈধ সম্পদ অর্জনের অভিযোগে রাজশাহী–৪ আসনের সাবেক সংসদ সদস্য এনামুল হক ও তাঁর স্ত্রী তহুরা হকের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাঁদের ব্যাংক হিসাবে প্রায় আড়াই হাজার কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের প্রমাণ পেয়েছে সংস্থাটি।
৩৭ মিনিট আগেএনটিআরসিএ সুপারিশপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নীতিমালা-২০২৪–এর আওতায় জেনারেল শিক্ষকদের যেকোনো অধিদপ্তরে বদলির সুযোগ নিশ্চিতের দাবি জানিয়েছে বাংলাদেশ শিক্ষক ঐক্য পরিষদ। এ দাবিতে আজ সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনের আয়োজন করা হয়।
৪৪ মিনিট আগে