Ajker Patrika

নতুন মামলায় গ্রেপ্তার তুরিন আফরোজসহ ৬ জন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ব্যারিস্টার তুরিন আফরোজ। ছবি: সংগৃহীত
ব্যারিস্টার তুরিন আফরোজ। ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজকে নতুন একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলাম এ নির্দেশ দেন।

এ ছাড়া সিআইডির বরখাস্ত ডিআইজি ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার মোল্যা নজরুল ইসলাম, সাবেক অতিরিক্ত ডিআইজি মো. মশিউর রহমান, মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, শিল্পপতি নজরুল ইসলাম মজুমদার ও ছাত্রলীগ নেত্রী খাদিজা আক্তার ঊর্মিকে ভিন্ন ভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

প্রত্যেককে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। মামলাসংশ্লিষ্ট কর্মকর্তারা তাঁদের গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। শুনানি শেষে আদালত প্রত্যেককে গ্রেপ্তার দেখিয়ে আবার কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, তুরিন আফরোজকে মিরপুর থানার অধীন পারভেজ হোসেন হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। গত বছরের ৪ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনের মিছিল চলাকালে মিরপুর–১০ নম্বরের একটি গলিতে নিহত হন পারভেজ হোসেন। এরপর নভেম্বরের ৩ তারিখ নুর ইসলাম নামের এক ব্যক্তি মামলা করেন।

৭ এপ্রিল রাতে উত্তরার একটি বাসায় অভিযান চালিয়ে তুরিন আফরোজকে গ্রেপ্তার করা হয়।

এদিকে ধানমন্ডি থানার এক মামলায় সিআইডির বরখাস্ত ডিআইজি ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার মোল্যা নজরুল ইসলাম ও অতিরিক্ত ডিআইজি মো. মশিউর রহমানকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এ ছাড়া ধানমন্ডি থানার আরেক মামলায় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, একই থানায় আরেক মামলায় নজরুল ইসলাম মজুমদার ও ছাত্রলীগ নেত্রী খাদিজা আক্তার ঊর্মিকে গ্রেপ্তার দেখানো হয়।

আরও পড়ুন—

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কূটনৈতিক পাসপোর্টকে রাতারাতি অর্ডিনারি বানিয়ে দেওয়া পরিচালক বরখাস্ত

এবার সরানো হলো জ্বালানি উপদেষ্টার পিএসকে

৩৫ বছর ভারতে, স্বামী–সন্তান রেখে দেশে ফেরার নোটিশ পেলেন পাকিস্তানি সারদা

পদের অতিরিক্ত কর্মকর্তা, তবু দায়িত্বের বোঝা

রাষ্ট্রায়ত্ত ইস্টার্ন লুব্রিকেন্টস: ১৬ দিনে শেয়ারদর বেড়েছে ৯৩ শতাংশ, কারসাজি সন্দেহে তদন্তের নির্দেশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত