Ajker Patrika

মহাখালীতে পেট্রল পাম্পে বিস্ফোরণ: আরও একজনের মৃত্যু

ঢামেক প্রতিনিধি
আপডেট : ১১ ডিসেম্বর ২০২৩, ১২: ৪২
Thumbnail image

রাজধানীর মহাখালী রয়েল পেট্রল পাম্পে গ্যাস পাইপ থেকে বিস্ফোরণে আটজন দগ্ধের ঘটনায় আমির হোসেন শুভ (৩৫) নামে আরও একজন মারা গেছেন। তাঁর শরীরের ৩৫ শতাংশ দগ্ধ হয়েছিল। এ নিয়ে এই ঘটনায় তিনজন মারা গেলেন। 

আজ সোমবার সকাল সাড়ে ৭টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা যান আমির হোসেন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. তরিকুল ইসলাম। 

তরিকুল ইসলাম জানান, আমির হোসেনের শরীর ৩৫ শতাংশ দগ্ধ হয়েছিল ও শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়েছিল। প্রথম দিন থেকে তাঁকে আইসিইউতে রাখা হয়েছিল। 

এ ছাড়া ভর্তি মাসুমের ৬০ শতাংশ, রানার ৫ শতাংশ, মামুনের ৫ শতাংশ, জীবনের ৮ শতাংশ, কামালের ১৫ শতাংশ ও মাথায় আঘাত নিয়ে ভর্তি আছেন। এঁদের মধ্যে মাসুম ও কামাল আবেদীন আইসিইউতে আছেন। 

মৃত আমির হোসেনের ভাই হাবিবুর রহমান জানান, তাঁদের বাড়ি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার ষোলআনা গ্রামে। বাবার নাম সেলিম শেখ। বর্তমানে মোহাম্মদপুর বসিলা এলাকায় থাকতেন। এবং মহাখালী রয়েল সিএনজি পাম্পের ক্যাশিয়ার ছিলেন। 

মৃত সালাউদ্দিনের শ্যালক মো. জসিম জানান, তাঁদের বাড়ি ফেনী সদর উপজেলায়। বর্তমানে সিদ্ধিরগঞ্জ কাচপুর উত্তর সেনপাড়া এলাকায় পরিবার নিয়ে থাকতেন। এবং গ্যাস সিলিন্ডার মেরামতের কাজ করতেন। 

তিনি আরও জানান, ঘটনার দিন সালাউদ্দিন, রানাসহ কয়েকজন মহাখালী রয়েল পেট্রল পাম্পের গ্যাস সিলিন্ডার মেরামতের জন্য গিয়েছিলেন। মেরামতের সময় বিস্ফোরণে দগ্ধ হন। তাঁর সঙ্গে থাকা রানা নামে আরও একজন দগ্ধ হন। 

এর আগে রোববার ১০ ডিসেম্বর রাত ৯টার দিকে ৬৫ শতাংশ দগ্ধ নিয়ে মারা যান সালাউদ্দিন ও বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যা সারে ৫টার দিকে ১৫ শতাংশ দগ্ধ নিয়ে মারা যান আবুল খায়ের। 

ডা. তরিকুল ইসলাম জানান, মহাখালী থেকে ৮ জন দগ্ধ ইনস্টিটিউটে এসেছিলেন। তাঁদের সবার অবস্থায় আশঙ্কাজনক। আগুনের তীব্রতা ছিল অনেক বেশি। অনেকের কম শতাংশ দগ্ধ হলেও তীব্রতা অনেক বেশি থাকায় তাঁদের শ্বাসনালি দগ্ধ হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত