Ajker Patrika

বিএনপির নেতা-কর্মীদের তোপের মুখে পিছু হটল পুলিশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৮ অক্টোবর ২০২৩, ১৮: ২৯
বিএনপির নেতা-কর্মীদের তোপের মুখে পিছু হটল পুলিশ

বিএনপির নেতা-কর্মীদের ইট-পাটকেলের তোপের মুখে সাউন্ড গ্রেনেড ছুড়তে ছুড়তে পিছু হটেছে পুলিশ।

আজ শনিবার দুপুর সোয়া ১টা নাগাদ রাজধানীর কাকরাইল মসজিদ মোড় এলাকায় প্রধান বিচারপতির বাসভবনের সামনে এ ঘটনা ঘটে ৷

সরেজমিনে দেখা যায়, পুলিশের ওপর হামলার পর কাকরাইল মসজিদ মোড় এলাকায় অবস্থান নিয়েছেন বিএনপির নেতা-কর্মীরা। লাঠিসোঁটা হাতে বিএনপির এক-দেড় শ নেতা-কর্মী সেখানে রয়েছেন।

এর আগে আজ দুপুর সাড়ে ১২টা নাগাদ ওই এলাকায় বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হয়। আওয়ামী লীগের শান্তি সমাবেশে যোগ দিতে গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলমের অনুসারীরা একটি গাড়িতে করে বায়তুল মোকাররমের দিকে যাচ্ছিলেন। এ সময় বিএনপির এক-দেড় শ নেতা-কর্মী গাড়িটির ওপর হামলা চালান। বাধা দিতে এলে পুলিশের ওপর হামলা করেন তাঁরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হঠাৎ পদত্যাগ করলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার

গায়ে থুতু পড়া নিয়ে ড্যাফোডিল ও সিটি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের রাতভর সংঘর্ষ, অগ্নিসংযোগ

নির্বাচনে যেতে চায় জাপার একাংশ, কৌশল তুলে ধরবে জাতির সামনে

৩৬ বার অপারেশন, অবশেষে বাড়ি ফিরল মাইলস্টোনের শিক্ষার্থী নাভিদ

আজকের রাশিফল: মুখটা সামলে রাখুন, শত্রুরা ফেসবুক পোস্টে প্রচুর হা হা দেবে

এলাকার খবর
Loading...