Ajker Patrika

চেকপোস্টে বুকে গুলি চালিয়ে পুলিশ সদস্যের ‘আত্মহত্যা’

ঢামেক প্রতিনিধি
আপডেট : ২৫ মে ২০২৩, ১১: ১৩
Thumbnail image

রাজধানীর বনানীতে পুলিশ চেকপোস্টের বাথরুমে গুলিবিদ্ধ হয়ে আশরাফুজ্জামান রনি (২২) নামের এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। তিনি মিরপুর পুলিশ লাইনে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। রনি পিস্তল দিয়ে নিজের বুকে গুলি চালিয়ে আত্মহত্যা করেছেন বলে পুলিশ দাবি করেছে।

আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে মুমূর্ষু অবস্থায় সহকর্মীরা রনিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, সকালে গুলিবিদ্ধ এক পুলিশ সদস্যকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওই পুলিশ সদস্যের বুকে গুলি লেগেছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

বনানী থানার উপপরিদর্শক (এসআই) মুন্তাহারুল ইসলাম বলেন, রনি পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) দক্ষিণ বিভাগের এএসটিএফ কোম্পানিতে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। থাকতেন মিরপুর পুলিশ লাইনে। বনানী ১১ নম্বর রোডের শেষ মাথায় পুলিশ চেকপোস্টে ডিউটি ছিল রনির। সকাল সাড়ে ৬টার দিকে ডিউটি পোস্টে যান তিনি। এর পরই চেকপোস্টের বাথরুমে ঢোকেন। কিছুক্ষণ পর বাথরুমের ভেতর থেকে একটি গুলির শব্দ আসে। পুলিশের অন্য সদস্যরা দরজা ধাক্কা দিয়ে খুলে ভেতরে দেখেন রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন রনি। দ্রুত তাঁকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এসআই আরও বলেন, পুলিশ সদস্য রনি নিজের ইস্যুকৃত পিস্তল দিয়ে নিজের বুকে গুলি চালিয়ে আত্মহত্যা করেছেন। তবে কী কারণে তিনি আত্মহত্যা করেছেন সে বিষয়ে এখনো কিছুই জানা যায়নি। নিহত রনির বাড়ি ঢাকা জেলার ধামরাই উপজেলার চন্দ্রপাড়া গ্রামে। ২০২০ সালে চাকরিতে যোগদান করেছিলেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত