Ajker Patrika

বিসিএস কৃষি অ্যাসোসিয়েশনে কর্মসূচি নিয়ে দ্বন্দ্ব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিসিএস কৃষি অ্যাসোসিয়েশনের লোগো
বিসিএস কৃষি অ্যাসোসিয়েশনের লোগো

বিসিএস কৃষি অ্যাসোসিয়েশনে কর্মসূচি নিয়ে দ্বন্দ্ব দেখা দিয়েছে। এদিকে কৃষি সেক্টরকে ফ্যাসিস্টের দোসরমুক্ত করতে সংবাদ সম্মেলন করেছেন সংগঠনের সদস্যসচিবের নেতৃত্বে কিছু সদস্য। অন্যদিকে পাল্টা বিবৃতি দিয়ে এই সংবাদ সম্মেলনের প্রতিবাদ জানিয়েছেন আহ্বায়ক।

গতকাল শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে ‘কৃষি সেক্টরকে ফ্যাসিস্টের দোসর মুক্ত করে কৃষি উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখা’ শীর্ষক সংবাদ সম্মেলনের প্রতিবাদ জানিয়েছেন একই সংগঠনের আহ্বায়ক মো. সাহিনুল ইসলাম।

আজ রোববার (১৬ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ প্রতিবাদ জানানো হয়।

বিবৃতিতে জানানো হয়, বিসিএস (কৃষি) অ্যাসোসিয়েশনের ব্যানারে কতিপয় কর্মকর্তা গতকাল ১৫ মার্চ ‘কৃষি সেক্টরকে ফ্যাসিস্টের দোসরমুক্ত করে কৃষি উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখা’ শীর্ষক একটি সংবাদ সম্মেলন করেছে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে। এটি বিসিএস (কৃষি) অ্যাসোসিয়েশনের সম্মিলিত সিদ্ধান্তের আলোকে করা হয়নি। সংবাদ সম্মেলনটি একতরফাভাবে করা হয়েছে। বিসিএস (কৃষি) অ্যাসোসিয়েশনের ব্যানারের অপব্যবহার করে সংবাদ সম্মেলন আয়োজন করায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাধারণ কৃষিবিদদের মধ্যে শুধু বিভক্তিই সৃষ্টি করবে না; বরং কৃষি উপদেষ্টার কাছে ভুল বার্তা যাবে। এটি সচেতন কৃষিবিদদের কাম্য হতে পারে না। পূর্ণাঙ্গ ফোরামে আলোচনা ছাড়া এ ধরনের কর্মকাণ্ড সম্পূর্ণ অগ্রহণযোগ্য।

মো. সাহিনুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘সংবাদ সম্মেলনে বিসিএস (কৃষি) অ্যাসোসিয়েশনের অধিকাংশ সদস্যের মতামত ও অংশগ্রহণ ছিল না এবং আমরা এ কর্মসূচির সঙ্গে একমত নই। ভবিষ্যৎ এ ধরনের অনৈতিক ও শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড থেকে বিরত থাকতে অ্যাসোসিয়েশনের সদস্যদের আহ্বান জানিয়েছি। এ বিষয়ে আমরা পরবর্তী সময়ে সাংগঠনিক মিটিং করে সিদ্ধান্ত নেব।’

বিসিএস কৃষি অ্যাসোসিয়েশনের ব্যানারে করা সংবাদ সম্মেলনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) মহাপরিচালক (ডিজি) ছাইফুল আলমসহ আওয়ামী দোসরদের অপসারণের দাবি জানানো হয়। একই ব্যানারে রোববার সকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের চত্বরে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। সংবাদ সম্মেলন ও অবস্থান কর্মসূচির নেতৃত্বে ছিলেন বিসিএস কৃষি অ্যাসোসিয়েশনের সদস্যসচিব মো. রেজাউল ইসলাম (মুকুল)। জানতে চাইলে তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আহ্বায়ক এ ধরনের বিবৃতি দিতে পারেন না। কারণ সংগঠনের ৩১ সদস্যের মধ্যে ২২ জন সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিএসএমএমইউতে হেনস্তার ঘটনা নিয়ে যা বললেন প্রাণ গোপালের মেয়ে ডা. অনিন্দিতা

বান্ডিল বান্ডিল টাকা ছেড়ে আমার জামাইকে নিয়ে আসব: গ্রেপ্তার ছোট সাজ্জাদের স্ত্রী

একই মাঠে সকালে শ্রীলঙ্কাকে, বিকেলে পাকিস্তানকে হারাল নিউজিল্যান্ড

স্বাধীনতা দিবসে এবার কুচকাওয়াজ হচ্ছে না

থমথমে খামারবাড়ি: সড়ক অবরোধ করে চলছে অবস্থান কর্মসূচি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত