নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিসিএস কৃষি অ্যাসোসিয়েশনে কর্মসূচি নিয়ে দ্বন্দ্ব দেখা দিয়েছে। এদিকে কৃষি সেক্টরকে ফ্যাসিস্টের দোসরমুক্ত করতে সংবাদ সম্মেলন করেছেন সংগঠনের সদস্যসচিবের নেতৃত্বে কিছু সদস্য। অন্যদিকে পাল্টা বিবৃতি দিয়ে এই সংবাদ সম্মেলনের প্রতিবাদ জানিয়েছেন আহ্বায়ক।
গতকাল শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে ‘কৃষি সেক্টরকে ফ্যাসিস্টের দোসর মুক্ত করে কৃষি উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখা’ শীর্ষক সংবাদ সম্মেলনের প্রতিবাদ জানিয়েছেন একই সংগঠনের আহ্বায়ক মো. সাহিনুল ইসলাম।
আজ রোববার (১৬ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ প্রতিবাদ জানানো হয়।
বিবৃতিতে জানানো হয়, বিসিএস (কৃষি) অ্যাসোসিয়েশনের ব্যানারে কতিপয় কর্মকর্তা গতকাল ১৫ মার্চ ‘কৃষি সেক্টরকে ফ্যাসিস্টের দোসরমুক্ত করে কৃষি উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখা’ শীর্ষক একটি সংবাদ সম্মেলন করেছে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে। এটি বিসিএস (কৃষি) অ্যাসোসিয়েশনের সম্মিলিত সিদ্ধান্তের আলোকে করা হয়নি। সংবাদ সম্মেলনটি একতরফাভাবে করা হয়েছে। বিসিএস (কৃষি) অ্যাসোসিয়েশনের ব্যানারের অপব্যবহার করে সংবাদ সম্মেলন আয়োজন করায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাধারণ কৃষিবিদদের মধ্যে শুধু বিভক্তিই সৃষ্টি করবে না; বরং কৃষি উপদেষ্টার কাছে ভুল বার্তা যাবে। এটি সচেতন কৃষিবিদদের কাম্য হতে পারে না। পূর্ণাঙ্গ ফোরামে আলোচনা ছাড়া এ ধরনের কর্মকাণ্ড সম্পূর্ণ অগ্রহণযোগ্য।
মো. সাহিনুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘সংবাদ সম্মেলনে বিসিএস (কৃষি) অ্যাসোসিয়েশনের অধিকাংশ সদস্যের মতামত ও অংশগ্রহণ ছিল না এবং আমরা এ কর্মসূচির সঙ্গে একমত নই। ভবিষ্যৎ এ ধরনের অনৈতিক ও শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড থেকে বিরত থাকতে অ্যাসোসিয়েশনের সদস্যদের আহ্বান জানিয়েছি। এ বিষয়ে আমরা পরবর্তী সময়ে সাংগঠনিক মিটিং করে সিদ্ধান্ত নেব।’
বিসিএস কৃষি অ্যাসোসিয়েশনের ব্যানারে করা সংবাদ সম্মেলনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) মহাপরিচালক (ডিজি) ছাইফুল আলমসহ আওয়ামী দোসরদের অপসারণের দাবি জানানো হয়। একই ব্যানারে রোববার সকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের চত্বরে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। সংবাদ সম্মেলন ও অবস্থান কর্মসূচির নেতৃত্বে ছিলেন বিসিএস কৃষি অ্যাসোসিয়েশনের সদস্যসচিব মো. রেজাউল ইসলাম (মুকুল)। জানতে চাইলে তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আহ্বায়ক এ ধরনের বিবৃতি দিতে পারেন না। কারণ সংগঠনের ৩১ সদস্যের মধ্যে ২২ জন সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।’
বিসিএস কৃষি অ্যাসোসিয়েশনে কর্মসূচি নিয়ে দ্বন্দ্ব দেখা দিয়েছে। এদিকে কৃষি সেক্টরকে ফ্যাসিস্টের দোসরমুক্ত করতে সংবাদ সম্মেলন করেছেন সংগঠনের সদস্যসচিবের নেতৃত্বে কিছু সদস্য। অন্যদিকে পাল্টা বিবৃতি দিয়ে এই সংবাদ সম্মেলনের প্রতিবাদ জানিয়েছেন আহ্বায়ক।
গতকাল শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে ‘কৃষি সেক্টরকে ফ্যাসিস্টের দোসর মুক্ত করে কৃষি উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখা’ শীর্ষক সংবাদ সম্মেলনের প্রতিবাদ জানিয়েছেন একই সংগঠনের আহ্বায়ক মো. সাহিনুল ইসলাম।
আজ রোববার (১৬ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ প্রতিবাদ জানানো হয়।
বিবৃতিতে জানানো হয়, বিসিএস (কৃষি) অ্যাসোসিয়েশনের ব্যানারে কতিপয় কর্মকর্তা গতকাল ১৫ মার্চ ‘কৃষি সেক্টরকে ফ্যাসিস্টের দোসরমুক্ত করে কৃষি উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখা’ শীর্ষক একটি সংবাদ সম্মেলন করেছে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে। এটি বিসিএস (কৃষি) অ্যাসোসিয়েশনের সম্মিলিত সিদ্ধান্তের আলোকে করা হয়নি। সংবাদ সম্মেলনটি একতরফাভাবে করা হয়েছে। বিসিএস (কৃষি) অ্যাসোসিয়েশনের ব্যানারের অপব্যবহার করে সংবাদ সম্মেলন আয়োজন করায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাধারণ কৃষিবিদদের মধ্যে শুধু বিভক্তিই সৃষ্টি করবে না; বরং কৃষি উপদেষ্টার কাছে ভুল বার্তা যাবে। এটি সচেতন কৃষিবিদদের কাম্য হতে পারে না। পূর্ণাঙ্গ ফোরামে আলোচনা ছাড়া এ ধরনের কর্মকাণ্ড সম্পূর্ণ অগ্রহণযোগ্য।
মো. সাহিনুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘সংবাদ সম্মেলনে বিসিএস (কৃষি) অ্যাসোসিয়েশনের অধিকাংশ সদস্যের মতামত ও অংশগ্রহণ ছিল না এবং আমরা এ কর্মসূচির সঙ্গে একমত নই। ভবিষ্যৎ এ ধরনের অনৈতিক ও শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড থেকে বিরত থাকতে অ্যাসোসিয়েশনের সদস্যদের আহ্বান জানিয়েছি। এ বিষয়ে আমরা পরবর্তী সময়ে সাংগঠনিক মিটিং করে সিদ্ধান্ত নেব।’
বিসিএস কৃষি অ্যাসোসিয়েশনের ব্যানারে করা সংবাদ সম্মেলনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) মহাপরিচালক (ডিজি) ছাইফুল আলমসহ আওয়ামী দোসরদের অপসারণের দাবি জানানো হয়। একই ব্যানারে রোববার সকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের চত্বরে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। সংবাদ সম্মেলন ও অবস্থান কর্মসূচির নেতৃত্বে ছিলেন বিসিএস কৃষি অ্যাসোসিয়েশনের সদস্যসচিব মো. রেজাউল ইসলাম (মুকুল)। জানতে চাইলে তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আহ্বায়ক এ ধরনের বিবৃতি দিতে পারেন না। কারণ সংগঠনের ৩১ সদস্যের মধ্যে ২২ জন সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।’
রাজধানীসহ সারা দেশেই সড়কে বিশৃঙ্খলার অন্যতম একটি কারণ ব্যাটারিচালিত অটোরিকশাসহ তিন চাকার যান। ঢাকার প্রধান সড়কগুলোয়ও এখন দাপিয়ে বেড়াচ্ছে ব্যাটারিচালিত রিকশা। এ কারণে প্রায়ই দুর্ঘটনাও ঘটছে। এসব কারণে ঢাকা মহানগর এলাকায় ব্যাটারিচালিত রিকশা বন্ধের নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। তার প্রতিবাদে সড়ক ও রেলপথ অ
২১ মিনিট আগেরাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির প্রধান ফটকের সামনের দৃশ্য। ইফতারের সময়ের আগে আগে সারি দিয়ে রাখা হচ্ছে ইফতারসামগ্রী। সেখানে সুশৃঙ্খলভাবে সারি বেঁধে বসে যাচ্ছেন খেটে খাওয়া মানুষেরা। সময় হতেই মুখে তুলে নিলেন পানি ও খাবার।
৪২ মিনিট আগেদিনাজপুরের ফুলবাড়ীতে স্মার্ট কার্ড জটিলতায় দুই মাস ধরে টিসিবির পণ্য পায়নি উপজেলার প্রায় ১৯ হাজার পরিবার। পবিত্র রমজান মাসেও টিসিবির পণ্য না পাওয়ায় হতাশ হয়ে পড়েছেন তাঁরা। স্বল্প আয়ের মানুষের সুবিধার্থে ন্যায্যমূল্যে বিতরণ করা এই পণ্য স্মার্ট কার্ডের অভাবে বিতরণ সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন ডিলারমালিক
১ ঘণ্টা আগেশতভাগ বিশুদ্ধ পানি নিশ্চিতের জন্য আওয়ামী লীগ সরকারের আমলে সুনামগঞ্জের দুই উপজেলায় কোটি টাকা ব্যয়ে নলকূপ স্থাপন করা হয়। কিন্তু দুই বছর যেতে না যেতেই সুফল মিলছে না প্রকল্পের। যেনতেনভাবে নলকূপ স্থাপন করে ক্ষমতাসীন দলের ঠিকাদার ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা এ প্রকল্পের টাকা লুটপ
১ ঘণ্টা আগে