Ajker Patrika

ঈদের আগের দিন পদ্মা সেতুতে সাড়ে ৪ কোটি টাকার টোল আদায়: ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক ঢাকা
আপডেট : ০২ জুলাই ২০২৩, ১৫: ৪৪
ঈদের আগের দিন পদ্মা সেতুতে সাড়ে ৪ কোটি টাকার টোল আদায়: ওবায়দুল কাদের

ঈদের আগের দিন গত বুধবার রেকর্ড পরিমাণ টোল আদায় হয়েছে পদ্মা সেতুতে। এক দিনে ৪ কোটি ৬০ লাখ ৫৩ হাজার টাকার টোল আদায় হয়েছে সেদিন। আজ রোববার দুপুরে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মন্ত্রণালয়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে ঈদ-পরবর্তী শুভেচ্ছা বিনিময়কালে সাংবাদিকদের এ তথ্য জানান।

ওবায়দুল কাদের বলেন, ঈদের আগের দিন পদ্মা সেতুতে ৪ কোটি ৬০ লাখ ৫৩ হাজার টাকা টোল আদায় হয়েছে। বঙ্গবন্ধু সেতুতে টোল আদায় হয়েছে ৩ কোটি ৫৮ লাখ ৫৯ হাজার টাকা।

ওবায়দুল কাদের বলেন, পদ্মা সেতুতে নিয়মিত ১ কোটি ২০ থেকে ৩০ লাখ টাকা টোল আদায় হয়। কিন্তু এবার ঈদে বিপুলসংখ্যক মানুষ দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও ঈদ উদ্‌যাপন করতে গ্রামে গেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত