Ajker Patrika

মাথা নিচু করে আদালতে হাজির পুলিশের সাবেক ৬ কর্মকর্তা

অনলাইন ডেস্ক
আপডেট : ২০ নভেম্বর ২০২৪, ১১: ৩৪
সকাল সোয়া ১০টার দিকে প্রিজন ভ্যান ট্রাইব্যুনাল গেটে থামে। ছবি: আজকের পত্রিকা
সকাল সোয়া ১০টার দিকে প্রিজন ভ্যান ট্রাইব্যুনাল গেটে থামে। ছবি: আজকের পত্রিকা

মানবতাবিরোধী অপরাধের মামলায় পুলিশের সাবেক আটজন উচ্চপদস্থ কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হচ্ছে। তাঁদের মধ্যে পুলিশের সাবেক প্রধান ও ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) সাবেক মহাপরিচালকও রয়েছেন।

আজ বুধবার সকাল ১০টা ১৫ মিনিটে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে ছয়জনকে আদালত চত্বরে আনা হয়। বাকিরা তখনো পৌঁছাননি।

তাঁদের বিরুদ্ধে জুলাই-আগস্ট মাসে সংঘটিত গণহত্যা এবং মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে।

আদালতে হাজির করা কর্মকর্তারা হলেন:

- ঢাকা জেলার সাবেক পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল কাফি

- মিরপুর ডিএমপির সাবেক ডিসি মো. জসিম উদ্দিন মোল্লা

- ঢাকার সাবেক অতিরিক্ত সুপার (সাভার সার্কেল) মো. শাহিদুর ইসলাম

- যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান

- গুলশান থানার সাবেক ওসি মাজহারুল হক

- ঢাকা উত্তর ডিবির সাবেক পরিদর্শক মো. আরাফাত হোসেন

সকাল সোয়া ১০টার দিকে প্রিজন ভ্যান ট্রাইব্যুনাল গেটে থামে। ছবি: আজকের পত্রিকা
সকাল সোয়া ১০টার দিকে প্রিজন ভ্যান ট্রাইব্যুনাল গেটে থামে। ছবি: আজকের পত্রিকা

তবে সকাল সোয়া ১০টার দিকে এই প্রতিবেদন যখন লেখা হয়, সাবেক পুলিশপ্রধান চৌধুরী আবদুল্লাহ আল-মামুন এবং এনটিএমসির সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের প্রিজন ভ্যান তখনো আদালতে পৌঁছায়নি।

সরেজমিনে দেখা যায়, প্রিজন ভ্যান থেকে নেমে কর্মকর্তারা দ্রুত আদালতের ভেতরে প্রবেশ করেন। এ সময় তাঁরা মাথা নিচু করে ছিলেন এবং কোনো মন্তব্য করেননি। এমনকি আশপাশে বা ওপরের দিকেও তাকাননি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল দিল্লি

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

কুষ্টিয়ায় গভীর রাতে বিএনপি নেতার বাড়িতে গুলি, দেখে নেওয়ার হুমকি

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত