Ajker Patrika

বিমানবন্দরে মাদকসহ ছয় নারী গ্রেপ্তার

উত্তরা (ঢাকা) প্রতিনিধি
রাজধানীর বিমানবন্দরে মাদকসহ গ্রেপ্তার ছয় নারী। ছবি: সংগৃহীত
রাজধানীর বিমানবন্দরে মাদকসহ গ্রেপ্তার ছয় নারী। ছবি: সংগৃহীত

রাজধানীর বিমানবন্দরে মাদকসহ ছয় নারীকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। আজ বুধবার (২৮ মে) বিকেল সাড়ে ৫টার দিকে বিমানবন্দরের আশকোনা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

বুধবার রাতে উত্তরা আর্মি ক্যাম্প থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মোছা. কাকলী (২৪), আমেনা (২৫), লিমা (২৭), মাহি (২৩), ফাতেমা আক্তার বৃষ্টি (২৪) ও মুন্নি আক্তার (২৩)। এ সময় তাঁদের কাছ থেকে ৫৫০ গ্রাম গাঁজা, ২টি মোবাইল ফোন এবং মাদক বিক্রির নগদ ৯ হাজার ৮৯০ টাকা জব্দ করা হয়েছে।

সেনাবাহিনী জানায়, গোপন তথ্যের ভিত্তিতে আশকোনা এলাকায় অভিযান চালিয়ে ছয় নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।

সেনাবাহিনী আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা জিজ্ঞাসাবাদে মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য বিমানবন্দর থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দরপত্র ছাড়াই জুলাই স্মৃতি জাদুঘরের কাজ পেল দুই প্রতিষ্ঠান, এরা কারা

ট্রাকে করে ৪৩ হাজার পৃষ্ঠার নথি ইসিতে জমা দিয়েও নিবন্ধন পেল না এনসিপি

এনবিআর চেয়ারম্যানের বিরুদ্ধে কুৎসা, বরখাস্ত নিরাপত্তাপ্রহরী

এত শিক্ষার্থীর জীবন হুমকিতে ফেললেন, সন্তানদের মুখ মনে পড়ল না—বাশারকে আদালত

অবৈধ অভিবাসী বিষয়ে কঠোর মালয়েশিয়া, ফেরত পাঠাচ্ছে বিমানবন্দর থেকেই

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত