উত্তরা-বিমানবন্দর (ঢাকা) প্রতিনিধি
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভিড়ের মধ্যে প্রবাসীদের ব্যাগ চুরির অভিযোগে শহিদুজ্জামান খোকন (৫৫) ও নিজাম উদ্দিন (৪৪) নামের দুজনকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। পরবর্তীতে তাঁদের অর্থদণ্ড দেন বিমানবন্দরের ম্যাজিস্ট্রেট আদালত। গতকাল মঙ্গলবার রাতে এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশনস) অনিতা রানী সূত্রধর এ তথ্য জানিয়েছেন।
গতকাল বিমানবন্দর এলাকা থেকে তাঁদের আটক করে বিমানবন্দর এপিবিএন। আটক কালে প্রবাসী যাত্রীর কাছ থেকে লুট করে নেওয়া বৈদেশিক মুদ্রা উদ্ধার করা হয়।
বিমানবন্দর এপিবিএন জানিয়েছে, গত ১৭ জানুয়ারি কিইআর ৬৪০ ফ্লাইটে বিমানবন্দরে নামেন কাতারপ্রবাসী মানিক। সেখানে তাঁর ব্যাগ থেকে ৩ হাজার ৭০০ রিয়ালসহ ব্যাগ নিয়ে যায় চোর চক্র। একই কায়দায় গত ৭ ফেব্রুয়ারি জেদ্দা থেকে বিমানবন্দরে আসার পর আরিফ প্রামাণিক নামে আরেক প্রবাসীর ৪ হাজার ৭৩৫ রিয়াল ও মূল্যবান কাগজপত্রসহ চোরেরা নিয়ে যায়। এ ঘটনায় দুজনই এপিবিএনের কাছে পৃথক অভিযোগ দেন।
তাঁরা জানান, অভিযোগের প্রেক্ষিতে তদন্তকালে প্রথম ঘটনার সত্যতা না পেলেও দ্বিতীয় ঘটনাটি সিসি ক্যামেরায় ধরা পড়ে। তারপর সন্দেহজনক মাস্ক পরিহিত দুই ব্যক্তিকে শনাক্ত করে গতকাল মঙ্গলবার আটক করা হয়। এপিবিএন অফিসে জিজ্ঞাসাবাদে অপরাধের কথা স্বীকার করে তাঁরা। তাঁদের কাছ থেকে রিয়ালসহ ছিনিয়ে নেওয়া ব্যাগগুলো উদ্ধার করা হয়। তারপর ভুক্তভোগী প্রবাসী যাত্রীদের বুঝিয়ে দেওয়া হয়। পরে আটকদের বিমানবন্দরে ম্যাজিস্ট্রেটের কোর্টে হাজির করা হয়। আদালতে ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান তাঁদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করেন।
চুরি যাওয়া টাকাসহ ব্যাগ ফিরে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন প্রবাসী আরিফ প্রামাণিক ও মানিক খান।
বিমানবন্দর এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশনস) অনিতা রানী সূত্রধর বলেন, অনেক প্রতারক ও পকেটমার যাত্রীবেশে ক্যানোপি এলাকায় অবস্থান করে। এ ধরনের প্রতারক ও পকেটমারসহ অন্যান্য যাত্রী হয়রানি দমনে এয়ারপোর্ট আর্মড পুলিশ কাজ করছে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভিড়ের মধ্যে প্রবাসীদের ব্যাগ চুরির অভিযোগে শহিদুজ্জামান খোকন (৫৫) ও নিজাম উদ্দিন (৪৪) নামের দুজনকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। পরবর্তীতে তাঁদের অর্থদণ্ড দেন বিমানবন্দরের ম্যাজিস্ট্রেট আদালত। গতকাল মঙ্গলবার রাতে এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশনস) অনিতা রানী সূত্রধর এ তথ্য জানিয়েছেন।
গতকাল বিমানবন্দর এলাকা থেকে তাঁদের আটক করে বিমানবন্দর এপিবিএন। আটক কালে প্রবাসী যাত্রীর কাছ থেকে লুট করে নেওয়া বৈদেশিক মুদ্রা উদ্ধার করা হয়।
বিমানবন্দর এপিবিএন জানিয়েছে, গত ১৭ জানুয়ারি কিইআর ৬৪০ ফ্লাইটে বিমানবন্দরে নামেন কাতারপ্রবাসী মানিক। সেখানে তাঁর ব্যাগ থেকে ৩ হাজার ৭০০ রিয়ালসহ ব্যাগ নিয়ে যায় চোর চক্র। একই কায়দায় গত ৭ ফেব্রুয়ারি জেদ্দা থেকে বিমানবন্দরে আসার পর আরিফ প্রামাণিক নামে আরেক প্রবাসীর ৪ হাজার ৭৩৫ রিয়াল ও মূল্যবান কাগজপত্রসহ চোরেরা নিয়ে যায়। এ ঘটনায় দুজনই এপিবিএনের কাছে পৃথক অভিযোগ দেন।
তাঁরা জানান, অভিযোগের প্রেক্ষিতে তদন্তকালে প্রথম ঘটনার সত্যতা না পেলেও দ্বিতীয় ঘটনাটি সিসি ক্যামেরায় ধরা পড়ে। তারপর সন্দেহজনক মাস্ক পরিহিত দুই ব্যক্তিকে শনাক্ত করে গতকাল মঙ্গলবার আটক করা হয়। এপিবিএন অফিসে জিজ্ঞাসাবাদে অপরাধের কথা স্বীকার করে তাঁরা। তাঁদের কাছ থেকে রিয়ালসহ ছিনিয়ে নেওয়া ব্যাগগুলো উদ্ধার করা হয়। তারপর ভুক্তভোগী প্রবাসী যাত্রীদের বুঝিয়ে দেওয়া হয়। পরে আটকদের বিমানবন্দরে ম্যাজিস্ট্রেটের কোর্টে হাজির করা হয়। আদালতে ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান তাঁদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করেন।
চুরি যাওয়া টাকাসহ ব্যাগ ফিরে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন প্রবাসী আরিফ প্রামাণিক ও মানিক খান।
বিমানবন্দর এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশনস) অনিতা রানী সূত্রধর বলেন, অনেক প্রতারক ও পকেটমার যাত্রীবেশে ক্যানোপি এলাকায় অবস্থান করে। এ ধরনের প্রতারক ও পকেটমারসহ অন্যান্য যাত্রী হয়রানি দমনে এয়ারপোর্ট আর্মড পুলিশ কাজ করছে।
ঢাকার সাভারে বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ধর্ষণের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আজ সোমবার তাঁদের গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের একটি দল আজ সোমবার ভোরে গাজীপুরের কালীগঞ্জে অভিযান চালিয়ে ধর্ষণ মামলার প্রধান আসামি সোহেল রোজারিওকে...
৮ মিনিট আগেবাড়িভাড়া ভাতা বাড়ানোসহ তিন দফা দাবিতে নতুন কর্মসূচি হিসেবে আগামীকাল মঙ্গলবার মুখে কালো কাপড় বেঁধে মিছিল করবেন আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা। আজ সোমবার দাবি আদায়ে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থানরত শিক্ষকেরা আমরণ অনশন ও বিক্ষোভ সমাবেশ করেছেন।
২৯ মিনিট আগেসাগরতীরের কাশবন থেকে হাত-পায়ের রগ কাটা অবস্থায় শামীম মাকসুদ খান জয় (২৬) নামের এক শিক্ষার্থীকে উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার সন্ধ্যায় নগরীর আনন্দবাজার এলাকায় আউটার রিংরোডসংলগ্ন সাগরতীর থেকে ওই শিক্ষার্থীকে উদ্ধার করা হয়। পরে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক...
১ ঘণ্টা আগেসিংড়ায় অনলাইন জুয়া নিয়ে বিরোধের জেরে মিঠুন আলী (৩৩) নামের এক যুবক ছুরিকাঘাতে নিহত হয়েছেন। আজ মঙ্গলবার উপজেলার পেট্রোবাংলা এলাকায় এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে