মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি
নরসিংদীর মনোহরদীতে জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আইন উদ্দিন (৩৮) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দুজন।
গতকাল শুক্রবার বিকেলে মনোহরদী উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের বীরগাঁও গ্রামে হামলার ঘটনা ঘটে। পরে রাত সাড়ে ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে মারা যান তিনি।
আহতরা হলেন—নিহতের ভাই মাইন উদ্দিন ও তাঁর স্ত্রী সাথী আক্তার।
উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের বীরগাঁও গ্রামের মৃত ইছাম উদ্দিনের ছেলে আইন উদ্দিন। তিনি পেশায় একজন কৃষক। তাঁর দুই ছেলে রয়েছে।
আহত মাইন উদ্দিন বলেন, প্রায় এক মাস ধরে তাদের প্রতিবেশী মৃত জালাল উদ্দিনের ছেলে রফিকুলের সঙ্গে বসতভিটার জমি নিয়ে বিরোধ চলছে। এ ঘটনার জেরে প্রতিপক্ষ রফিকুল তাঁর শ্বশুরবাড়ির লোকজনকে নিয়ে দেশীয় অস্ত্রসহ দলবল নিয়ে তাদের বাড়িতে হামলা চালায়। এ সময় তাদের দেখে তিনি ঘরের দরজা বন্ধ করে দেন। কিন্তু তার ভাই আইন উদ্দিন বাইর থেকে বাড়িতে এলে তাঁকে ঘিরে ধরে মারধর করা হয়। এরপর তাঁকে ও তাঁর স্ত্রীকে ঘরের দরজা ভেঙে বাইরে নিয়ে এসে মারধর করা হয়।
তিনি আরও বলেন, হামলায় তাঁর ভাই মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হন। তাঁকে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৮টার দিকে তিনি মারা যান।
এ বিষয়ে মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল হোসেন বলেন, জমিসংক্রান্ত বিরোধের জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নরসিংদীর মনোহরদীতে জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আইন উদ্দিন (৩৮) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দুজন।
গতকাল শুক্রবার বিকেলে মনোহরদী উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের বীরগাঁও গ্রামে হামলার ঘটনা ঘটে। পরে রাত সাড়ে ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে মারা যান তিনি।
আহতরা হলেন—নিহতের ভাই মাইন উদ্দিন ও তাঁর স্ত্রী সাথী আক্তার।
উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের বীরগাঁও গ্রামের মৃত ইছাম উদ্দিনের ছেলে আইন উদ্দিন। তিনি পেশায় একজন কৃষক। তাঁর দুই ছেলে রয়েছে।
আহত মাইন উদ্দিন বলেন, প্রায় এক মাস ধরে তাদের প্রতিবেশী মৃত জালাল উদ্দিনের ছেলে রফিকুলের সঙ্গে বসতভিটার জমি নিয়ে বিরোধ চলছে। এ ঘটনার জেরে প্রতিপক্ষ রফিকুল তাঁর শ্বশুরবাড়ির লোকজনকে নিয়ে দেশীয় অস্ত্রসহ দলবল নিয়ে তাদের বাড়িতে হামলা চালায়। এ সময় তাদের দেখে তিনি ঘরের দরজা বন্ধ করে দেন। কিন্তু তার ভাই আইন উদ্দিন বাইর থেকে বাড়িতে এলে তাঁকে ঘিরে ধরে মারধর করা হয়। এরপর তাঁকে ও তাঁর স্ত্রীকে ঘরের দরজা ভেঙে বাইরে নিয়ে এসে মারধর করা হয়।
তিনি আরও বলেন, হামলায় তাঁর ভাই মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হন। তাঁকে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৮টার দিকে তিনি মারা যান।
এ বিষয়ে মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল হোসেন বলেন, জমিসংক্রান্ত বিরোধের জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) স্নাতক ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় ‘সি’ ইউনিটের মানবিক বিভাগের পরীক্ষার্থীদের ব্যবসায় শিক্ষা বিভাগের পরীক্ষার্থীদের প্রশ্ন প্রদান করা হয়েছে। আজ শনিবার (১৯ এপ্রিল) ভর্তি পরীক্ষা শেষে বিষয়টি জানা যায়।
৯ মিনিট আগেমেহেরপুরের গাংনীতে আবারও গরম পেঁয়াজের বাজার। প্রতি কেজি পেঁয়াজ বিক্রয় হচ্ছে ৬০ টাকা দরে। গত হাটেও পেঁয়াজের দাম কেজিপ্রতি ছিল ৪০ টাকা। রসুন ছিল ১০০ টাকা কেজি এখন বিক্রি হচ্ছে ১২০ টাকা কেজি। ক্রেতারা বলছে দাম কমার চেয়ে বৃদ্ধি পায় বেশি।
১৮ মিনিট আগে‘বিচার এবং সংস্কার দৃশ্যমান করার মধ্য দিয়ে নির্বাচনের দিকে অগ্রসর হবে। নির্বাচন অবশ্যই হতে হবে, কিন্তু তার আগে বিচার এবং সংস্কার সরকারকে দৃশ্যমান করতে হবে। এটির জন্য যেটুকু সময় পাওয়া প্রয়োজন, সরকার সে সময়টুকু পেতে পারে।’
৩০ মিনিট আগেরাজধানীতে পৃথক অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের আরও ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে ডিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি)। ডিএমপির গণমাধ্যম শাখা পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
৩৫ মিনিট আগে