Ajker Patrika

নুর-রাশেদের বিরুদ্ধে ভবনমালিকের মামলায় প্রতিবেদনের তারিখ পেছাল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৪: ১০
নুর-রাশেদের বিরুদ্ধে ভবনমালিকের মামলায় প্রতিবেদনের তারিখ পেছাল

রাজধানীর পল্টনে অবস্থিত প্রিতম-জামান টাওয়ারে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের কেঁচিগেট ও তালা ভাঙার অভিযোগে দলটির সভাপতি নুরুল হক নুর (ভিপি নুর) ও সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খানসহ ১৭ জনের বিরুদ্ধে করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আগামী ২৪ এপ্রিল ধার্য করা হয়েছে। 

আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী এই দিন ধার্য করেন। বিষয়টি নিশ্চিত করেছেন পল্টন থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের এসআই আলমগীর। 

আজ প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। কিন্তু তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল না করায় আদালত নতুন তারিখ ধার্য করেন। 

গত বছরের ২০ জুলাই সন্ধ্যায় গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশ করা নিয়ে পুলিশের সঙ্গে দলটির নেতা-কর্মীদের ধস্তাধস্তি হয়। একপর্যায়ে দলটির সভাপতি নুরুল হক নুর নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে কেঁচিগেট ভেঙে কার্যালয়ে প্রবেশ করেন। পরে পুলিশ সেখানে গিয়ে তাঁদের বের করে দেয়। সন্ধ্যার পর ভবনমালিক নতুন গেট স্থাপন করে ফের তালা লাগিয়ে দেন। এরপর গণঅধিকার পরিষদের নেতা-কর্মীরা আবারও সেই কেঁচিগেট ও তালা খুলতে গেলে পুলিশের সঙ্গে নুর ও তাঁর অনুসারীদের ধস্তাধস্তি হয়। এরই একপর্যায়ে নুরের পরনে থাকা পাঞ্জাবি ও গেঞ্জি ছিঁড়ে যায়। 

এ ঘটনায় ওই দিন রাতেই ভবনের মালিক মশিউর জামান বাদী হয়ে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খানসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা করেন। মামলায় অজ্ঞাতনামা ৭৫-৮০ জনকে আসামি করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত