Ajker Patrika

হত্যাচেষ্টা মামলায় আমুর খালাতো ভাই কারাগারে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৩ মে ২০২৫, ২০: ১৭
গ্রেপ্তার খন্দকার রাহাত হোসেন। ছবি: সংগৃহীত
গ্রেপ্তার খন্দকার রাহাত হোসেন। ছবি: সংগৃহীত

হত্যাচেষ্টার মামলায় সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর খালাতো ভাই আওয়ামী লীগ নেতা খন্দকার রাহাত হোসেনকে (৫৭) গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। আজ শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসেন মুহাম্মদ জুনাইদ তাঁকে কারাগারে পাঠানোর এই নির্দেশ দেন।

আজ বিকেলে তাঁকে আদালতে হাজির করে রামপুরা থানা-পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা তাঁকে কারাগারে আটক রাখার আবেদন করেন। শুনানি শেষে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

এর আগে গতকাল বৃহস্পতিবার বিকেল পৌনে ৪টার দিকে ঢাকার বিমানবন্দর এলাকা থেকে খন্দকার রাহাত হোসেনকে আটক করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে জহিরুল ইসলাম নামের এক ব্যক্তিকে হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়।

মামলার অভিযোগ থেকে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত বছরের ২২ জুলাই দুপুরে রাজধানীর রামপুরা ব্রিজ ও বনশ্রী এলাকায় আন্দোলনকারীরা বিক্ষোভ মিছিল বের করেন। সেখানে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা আন্দোলনরতদের ওপর হামলা করে। এতে অনেকে আহত হন। জহিরুল ইসলাম গুলিবিদ্ধ হন। গত ১১ ফেব্রুয়ারি জহিরুল নিজে বাদী হয়ে রামপুরা থানায় একটি হত্যাচেষ্টার মামলা করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ড. ইউনূসের পদত্যাগের গুঞ্জন, পরিস্থিতি নিয়ে যা বলছে রাজনৈতিক দল ও উপদেষ্টারা

‘প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না’ লেখা পোস্টটি সরিয়ে ফেললেন ফয়েজ তৈয়্যব

দেশে ফিরলেন আওয়ামী লীগ নেতা, বিমানবন্দরে গ্রেপ্তার

পার্লামেন্টে জুতায় বিয়ার ঢেলে পান করে রাজনীতিকে বিদায় জানালেন এমপি

চিকিৎসকের ছুরিকাঘাতে আহত তরুণ মারা গেছেন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত