Ajker Patrika

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনে মিলল ৩৩ হাজার ৫০০ পিস ইয়াবা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ঢাকা রেলওয়ে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে কক্সবাজার এক্সপ্রেস ট্রেন থেকে ৩৩ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। ট্রেনের ভেতরে পরিত্যক্ত একটি স্কুল ব্যাগে ইয়াবাগুলো পাওয়া যায়।

আজ শনিবার দুপুরে পুলিশ জানায়, গতকাল শুক্রবার রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা রেলওয়ে পুলিশের একটি দল ঢাকা-কক্সবাজার রুটের কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের ‘ঝ’ বগিতে বিশেষ তল্লাশি চালায়। এ সময় বগির একটি সিটের নিচে পড়ে থাকা একটি স্কুল ব্যাগের ভেতর থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ৫০ লাখ টাকা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা জেলা রেলওয়ে পুলিশের পুলিশ সুপার আনোয়ার হোসেন বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে আমরা অভিযান চালাই। ট্রেনের ভেতর থেকে মালিকবিহীন পরিত্যক্ত অবস্থায় ৩৩ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ইয়াবার মালিক ও জড়িতদের শনাক্ত করতে আমরা কাজ করছি।’

তিনি আরও বলেন, ‘মাদক প্রতিরোধে রেলওয়ে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। ট্রেনের মাধ্যমে যাতে মাদক পরিবহন না হয়, সে জন্য আমরা নিয়মিত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালাচ্ছি। ঈদ সামনে রেখে মাদক চোরাচালান বেড়ে যেতে পারে, তাই আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছি।’

এদিকে, রেলওয়ে পুলিশ বলছে, দেশের দক্ষিণ-পূর্বাঞ্চল ও কক্সবাজার-চট্টগ্রাম রুট দিয়ে ট্রেনযোগে মাদক পাচারের একটি সক্রিয় নেটওয়ার্ক রয়েছে। এ জন্য নিয়মিত ট্রেনের বগিগুলোতে বিশেষ নজরদারি ও তল্লাশি চালানো হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত