Ajker Patrika

ইইডির প্রধান প্রকৌশলী হলেন দেলোয়ার হোসেন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৪ অক্টোবর ২০২২, ১০: ৫৯
ইইডির প্রধান প্রকৌশলী হলেন দেলোয়ার হোসেন

শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের (ইইডি) প্রধান প্রকৌশলী পদে (চলতি দায়িত্ব) নিয়োগ পেয়েছেন মো. দেলোয়ার হোসেন মজুমদার। এর আগে তিনি অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (চট্টগ্রাম সার্কেল) পদে দায়িত্বরত ছিলেন।

আজ বৃহস্পতিবার রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সহকারি সচিব (উন্নয়ন-৩) মো. আব্দুল্লাহ আল মাসউদের সই করা প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা যায়।

এতে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আওতাধীন ইইডির তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. দেলোয়ার হোসেন মজুমদারকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত অতিরিক্ত প্রধান প্রকৌশলীর শূন্য পদে চলতি দায়িত্ব প্রদানপূর্বক প্রধান প্রকৌশলী পদে রুটিন দায়িত্ব প্রদান করা হলো। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এই আদেশ জারি করা হলো, যা অক্টোবর মাসের ১৬ তারিখ থেকে কার্যকর হবে।

উল্লেখ্য, অনিয়ম-দুর্নীতির অভিযোগের মুখে থাকা প্রধান প্রকৌশলী শাহ নাইমুল কাদের অবসরে যাবেন ১৫ অক্টোবর। এই প্রকৌশলী রীতি ভেঙে প্রকল্প পরিচালকের দায়িত্ব পালন করে আসছিলেন। এ নিয়ে গত মঙ্গলবার দৈনিক আজকের পত্রিকায় ‘৫০ হাজার কোটি টাকার কাজ পাঁচজনের কবজায়’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর সমালোচনার মুখে নিজের প্রকল্পের দায়িত্ব ছাড়া এবং কয়েকটি প্রকল্পের দায়িত্ব পুনর্বণ্টনের নথি শিক্ষা মন্ত্রণালয়ে পাঠান তিনি।

শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে ভৌত অবকাঠামো উন্নয়ন, নতুন ভবন নির্মাণ, বিদ্যমান ভবনগুলোর সম্প্রসারণ ও রক্ষণাবেক্ষণ, মেরামত ও সংস্কার এবং আসবাবপত্র সরবরাহের কাজ করে থাকে। এ ছাড়া মাল্টিমিডিয়া ক্লাসরুম, আইসিটি ল্যাব স্থাপন, ইন্টারনেট সংযোগ, আইসিটি-সুবিধা সরবরাহের কাজও তারা করে থাকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত