Ajker Patrika

পল্লবীতে গুলির ঘটনায় আরও পাঁচজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৪ জুলাই ২০২৫, ২৩: ৫৮
গ্রেপ্তার মো. আব্বাস (২৯), মো. ইয়ামিন (২৭), মো. সোহেল (২৩), মো. মাজহারুল (৩০) ও মো. চাঁদ মিয়া (২২)। ছবি: সংগৃহীত
গ্রেপ্তার মো. আব্বাস (২৯), মো. ইয়ামিন (২৭), মো. সোহেল (২৩), মো. মাজহারুল (৩০) ও মো. চাঁদ মিয়া (২২)। ছবি: সংগৃহীত

রাজধানীর পল্লবীতে চাঁদা না পেয়ে আবাসন প্রতিষ্ঠানে হামলা ও গুলিবর্ষণের ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল রোববার রাতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে র‍্যাব-৪।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. আব্বাস (২৯), মো. ইয়ামিন (২৭), মো. সোহেল (২৩), মো. মাজহারুল (৩০) ও মো. চাঁদ মিয়া (২২)।

র‍্যাব জানায়, ১১ জুলাই রাজধানীর পল্লবীর আলব্দির টেক এলাকায় ‘এ কে বিল্ডার্স’ নামের একটি আবাসন নির্মাণপ্রতিষ্ঠানে একদল অস্ত্রধারী সন্ত্রাসী পাঁচ কোটি টাকা চাঁদা দাবি করে। দাবি করা টাকা না দিলে তারা প্রতিষ্ঠানে হামলা চালায় এবং চার রাউন্ড গুলি ছোড়ে। এতে প্রতিষ্ঠানটির কর্মকর্তা শরিফুল ইসলাম গুলিবিদ্ধ হন। বর্তমানে তিনি কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় র‍্যাব ছায়া তদন্ত করে পাঁচজনকে গ্রেপ্তার করে।

র‍্যাব আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে সোহেল, আব্বাস ও চাঁদ মিয়ার বিরুদ্ধে হত্যা, মাদক, ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা জামিলের নির্দেশে হামলায় অংশ নেওয়ার কথা স্বীকার করেছেন। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এর আগে এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছিল পুলিশ। বর্তমানে তাঁরা কারাগারে রয়েছেন। এ ঘটনায় এখন পর্যন্ত মোট আটজনকে গ্রেপ্তার করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত