Ajker Patrika

মেট্রোরেলের টিকিট টাচ করে ৫০ মিনিটের বেশি অপেক্ষা করলেই জরিমানা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৮ ডিসেম্বর ২০২২, ২২: ০২
মেট্রোরেলের টিকিট টাচ করে ৫০ মিনিটের বেশি অপেক্ষা করলেই জরিমানা

মেট্রোরেলের টিকিট বা এমআরটি পাস টাচ করার পর নির্ধারিত সময়ের বেশি স্টেশনে অপেক্ষা করলে জরিমানা গুনতে হবে যাত্রীদের। ঘণ্টাপ্রতি ১০ টাকা হারে জরিমানা গুনতে হবে যাত্রীদের। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এর অতিরিক্ত প্রকল্প পরিচালক মো. জাকারিয়া এই তথ্য জানান।

জাকারিয়া জানান, মেট্রোরেলের স্টেশনে দুই ধরনের স্থান রয়েছে। একটি পরিশোধিত এলাকা (পেইড এরিয়া) ও অপরিশোধিত (আনপেইড এরিয়া)। আনপেইড এরিয়ায় কয়েক ঘণ্টা থাকলেও যাত্রীদের জরিমানা গুনতে হবে না। তবে টিকিট বা পাস টাচ করার পর ভেতরে ৫০ মিনিটের বেশি অপেক্ষা করলেই ঘণ্টাপ্রতি ১০ টাকা অতিরিক্ত টাকা গুনতে হবে। আর মেট্রোরেল যখন মতিঝিল পর্যন্ত চলাচল করবে তখন যাত্রী টিকিট টাচ করার পর একটি স্টেশনে ১০০ মিনিট দাঁড়ানোর সুযোগ পাবে। এর অতিরিক্ত সময় অপেক্ষা করলে জরিমানা গুনতে হবে।

জাকারিয়া আরও জানান, মেট্রোরেল স্টেশন পুরোটাই শীতাতপ নিয়ন্ত্রিত। গ্রীষ্মকালে বা গরমের মৌসুমে অনেকেই একটু আরামের জন্য স্টেশনে অপেক্ষার চেষ্টা করবে। তবে আনপেইড এলাকায় রাত ১২টার পর সেখানে ঘুমালেও কোনো জরিমানা গুনতে হবে না। তবে পেইড এলাকা ও কমপার্টমেন্ট এলাকায় এই সুযোগ নেই।

মেট্রোরেল নিয়ে আরও খবর পড়ুন: 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

পদত্যাগ করব না, আলোচনা করে সমাধান করব: কুয়েট উপাচার্য

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত