Ajker Patrika

ভাইয়ের সন্ধান চেয়ে ঢাবি শিক্ষার্থীর সংবাদ সম্মেলন

ঢাবি প্রতিনিধি
Thumbnail image

১১ দিনেও নিখোঁজ ভাইয়ের সন্ধান পাননি ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী মো. নাহিদ ইসলাম। গত ৫ অক্টোবর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান সিরাত মাহফিল থেকে নিখোঁজ হয়েছিলেন তাঁর ভাই। 

আজ মঙ্গলবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ডুজা) কার্যালয়ে ভাইয়ের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন করেছেন নাহিদ। 

সংবাদ সম্মেলনে নাহিদ বলেন, ‘মাদ্রাসায় পড়াশোনা করত আমার ছোট ভাই তৌহিদ। পড়াশোনায় অনিয়মিত হওয়ায় বছরখানেক আগে পড়াশোনা ছেড়ে সিদ্দিক বাজারে ভাইয়ার সঙ্গে ব্যবসায়ী প্রতিষ্ঠান যোগ দেয়। গত ৫ অক্টোবর দুপুরে আমার সঙ্গে ক্যাম্পাসে দেখা করে সিরাত মাহফিলে যায়। এরপর থেকে আর খোঁজ পাওয়া যায়নি। এ নিয়ে শাহবাগ থানায় জিডিও করেছি।’ 

নাহিদ বলেন, তাঁর ভাইয়ের উচ্চতা ৫ ফুট ৭ ইঞ্চি, গায়ের রং ফরসা, মাথার চুল ছোট। হারানোর সময় তাঁর পড়নে সাদা গেঞ্জি ও কালা ট্রাউজার ছিল। স্থায়ী ঠিকানা ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নে। 

নাহিদ আরও বলেন, এর আগেও গত সেপ্টেম্বর মাসের ৮ তারিখে বাসা থেকে নিখোঁজ হয়েছিল তৌহিদ। পরে ১১ তারিখ মগবাজার থেকে মোবাইলের লোকেশনের মাধ্যমে তাঁকে খুঁজে বের করি। তারপর তৌহিদের কাছ থেকে জানতে পারি, সে উত্তরবঙ্গের বিভিন্ন ট্রেনে ৩ দিন ঘোরাঘুরি করেছে। তৌহিদের এই ধরনের অস্বাভাবিক আচরণের জন্য মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শও নেওয়া হয় বলে জানান নাহিদ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত