নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঈদের আগেই প্রাইভেট কার-মাইক্রোসহ সব হালকা যানচালকদের চলতি বেতন ও ঈদের বোনাস পরিশোধের দাবি জানিয়েছেন ব্যক্তিগত গাড়ির চালকেরা।
আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা জেলা ট্যাক্সি, ট্যাক্সি-কার, অটোটেম্পো, অটোরিকশাচালক-শ্রমিক ইউনিয়ন আয়োজিত এক মানববন্ধনে তাঁরা এই দাবি করেন।
মানববন্ধনে শ্রমিক নেতৃবৃন্দ বলেন, ‘দেশের মোট প্রায় ৭ কোটি শ্রমজীবী মানুষের মধ্যে মাত্র ৪০ লাখ শ্রমিক পোশাকশিল্পে কাজ করেন। কিন্তু পোশাকশিল্প মালিকদের প্রভাবে গৃহীত সরকারের বিভিন্ন নীতি ঘোষণা সব শ্রমজীবী মানুষের অধিকারকে সংকুচিত করছে।’
সংগঠনের সাধারণ সম্পাদক আহসান হাবিব বুলবুল বলেন, ‘করোনাকালে পোশাকশিল্পে বেতন কর্তনের দৃষ্টান্ত অন্য মালিকদের মজুরি কেটে নিতে উৎসাহিত করেছে। এবারের ঈদের আগে ১৫ দিনের বেতন দেওয়ার ঘোষণা একইভাবে অন্য মালিকদেরও গার্মেন্টস মালিকদের অপকৌশল অনুসরণে উৎসাহিত করছে। শ্রম মন্ত্রণালয় শুধু পোশাকশিল্পের মন্ত্রণালয় নয়, তাকে দেশের সব শ্রমিকের স্বার্থ বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে।’
সহসাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক বলেন, ‘সর্বোচ্চ ঝুঁকি আর অনিশ্চয়তাপূর্ণ পেশায় নিয়োজিত এই শ্রমিকদের মানসিক স্থিতিশিলতা নিরাপদ সড়ক যাত্রার প্রধান শর্ত। তাই পরিবহনশ্রমিকদের বর্তমান খাদ্য নিশ্চয়তার জন্য নিত্যপণ্যের রেশনের ব্যবস্থা, স্বাস্থ্য ও দুর্ঘটনা ঝুঁকি মোকাবিলায় জীবনবিমা এবং বার্ধক্যকালীন নিশ্চয়তার জন্য পেনশন স্কিম চালু করতে হবে। শ্রমিক কল্যাণ তহবিলের সক্রিয়তা বৃদ্ধি করতে হবে, শ্রমিক কল্যাণ তহবিল থেকে সহযোগিতায় গাড়িচালকদের লাইসেন্সকে পেশাগত প্রমাণ হিসেবে বিবেচনা করতে হবে।’
ইউনিয়নের সহসভাপতি বিরেশ চন্দ্র দাসের সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য রাখেন দপ্তর সম্পাদক রুবেল মিয়া, অর্থ সম্পাদক নজরুল ইসলাম বাবলু, মোশাররফ হোসেন দুলাল হাওলাদার, জয়নাল ভূঁইয়া, আব্দুল করিম, গোলাম রহমান, আব্দুল আজিজ, জিলানী মোল্লা প্রমুখ।
মানববন্ধনে চালকদের অন্যান্য দাবির মধ্যে রয়েছে—চালক-শ্রমিকদের সুরক্ষায় নিয়োগপত্র প্রদান করতে হবে; ক্ষতিপূরণসহ শ্রম আইনের পূর্ণ বাস্তবায়ন নিশ্চিত করতে হবে; হালকা যানচালকদের জন্য রাষ্ট্রীয় খরচে জীবনবিমা, রেশনিং ও পেনশন স্কিম চালু করাসহ পেশাদার লাইসেন্সে ডোপ টেস্টের শর্ত বাতিল করে রাষ্ট্রীয় খরচে রেন্ডাম ভিত্তিতে ডোপ টেস্ট চালু করতে হবে।
ঈদের আগেই প্রাইভেট কার-মাইক্রোসহ সব হালকা যানচালকদের চলতি বেতন ও ঈদের বোনাস পরিশোধের দাবি জানিয়েছেন ব্যক্তিগত গাড়ির চালকেরা।
আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা জেলা ট্যাক্সি, ট্যাক্সি-কার, অটোটেম্পো, অটোরিকশাচালক-শ্রমিক ইউনিয়ন আয়োজিত এক মানববন্ধনে তাঁরা এই দাবি করেন।
মানববন্ধনে শ্রমিক নেতৃবৃন্দ বলেন, ‘দেশের মোট প্রায় ৭ কোটি শ্রমজীবী মানুষের মধ্যে মাত্র ৪০ লাখ শ্রমিক পোশাকশিল্পে কাজ করেন। কিন্তু পোশাকশিল্প মালিকদের প্রভাবে গৃহীত সরকারের বিভিন্ন নীতি ঘোষণা সব শ্রমজীবী মানুষের অধিকারকে সংকুচিত করছে।’
সংগঠনের সাধারণ সম্পাদক আহসান হাবিব বুলবুল বলেন, ‘করোনাকালে পোশাকশিল্পে বেতন কর্তনের দৃষ্টান্ত অন্য মালিকদের মজুরি কেটে নিতে উৎসাহিত করেছে। এবারের ঈদের আগে ১৫ দিনের বেতন দেওয়ার ঘোষণা একইভাবে অন্য মালিকদেরও গার্মেন্টস মালিকদের অপকৌশল অনুসরণে উৎসাহিত করছে। শ্রম মন্ত্রণালয় শুধু পোশাকশিল্পের মন্ত্রণালয় নয়, তাকে দেশের সব শ্রমিকের স্বার্থ বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে।’
সহসাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক বলেন, ‘সর্বোচ্চ ঝুঁকি আর অনিশ্চয়তাপূর্ণ পেশায় নিয়োজিত এই শ্রমিকদের মানসিক স্থিতিশিলতা নিরাপদ সড়ক যাত্রার প্রধান শর্ত। তাই পরিবহনশ্রমিকদের বর্তমান খাদ্য নিশ্চয়তার জন্য নিত্যপণ্যের রেশনের ব্যবস্থা, স্বাস্থ্য ও দুর্ঘটনা ঝুঁকি মোকাবিলায় জীবনবিমা এবং বার্ধক্যকালীন নিশ্চয়তার জন্য পেনশন স্কিম চালু করতে হবে। শ্রমিক কল্যাণ তহবিলের সক্রিয়তা বৃদ্ধি করতে হবে, শ্রমিক কল্যাণ তহবিল থেকে সহযোগিতায় গাড়িচালকদের লাইসেন্সকে পেশাগত প্রমাণ হিসেবে বিবেচনা করতে হবে।’
ইউনিয়নের সহসভাপতি বিরেশ চন্দ্র দাসের সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য রাখেন দপ্তর সম্পাদক রুবেল মিয়া, অর্থ সম্পাদক নজরুল ইসলাম বাবলু, মোশাররফ হোসেন দুলাল হাওলাদার, জয়নাল ভূঁইয়া, আব্দুল করিম, গোলাম রহমান, আব্দুল আজিজ, জিলানী মোল্লা প্রমুখ।
মানববন্ধনে চালকদের অন্যান্য দাবির মধ্যে রয়েছে—চালক-শ্রমিকদের সুরক্ষায় নিয়োগপত্র প্রদান করতে হবে; ক্ষতিপূরণসহ শ্রম আইনের পূর্ণ বাস্তবায়ন নিশ্চিত করতে হবে; হালকা যানচালকদের জন্য রাষ্ট্রীয় খরচে জীবনবিমা, রেশনিং ও পেনশন স্কিম চালু করাসহ পেশাদার লাইসেন্সে ডোপ টেস্টের শর্ত বাতিল করে রাষ্ট্রীয় খরচে রেন্ডাম ভিত্তিতে ডোপ টেস্ট চালু করতে হবে।
মাদারীপুরের ডাসারে হাত-পা বাঁধা অবস্থায় আজিজুল হাওলাদার (৬০) নামের এক চায়ের দোকানির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ধামুসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
১০ মিনিট আগেঘন কুয়াশার কারণে প্রায় ১১ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া এবং আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে। দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় দুই পথের উভয় প্রান্তে আটকা পড়ে অ্যাম্বুলেন্স, ব্যক্তিগত গাড়ি, যাত্রীবাহী বাসসহ দুই শতাধিক পণ্যবাহী ট্রাক।
৩৬ মিনিট আগেরংপুরে ঘন কুয়াশার কারণে সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একই স্থানে একে একে ছয়টি পরিবহন দুর্ঘটনার কবলে পড়েছে। এতে প্রাণহানির কোনো ঘটনা না ঘটলেও অন্তত ২৫ জন আহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত পরিবহনগুলোর মধ্যে তিনটি যাত্রীবাহী বাসসহ ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান রয়েছে। গাড়িগুলো ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়ার কাজ চলছে...
৩৭ মিনিট আগেচট্টগ্রামের বিভিন্ন স্থান থেকে বাসে-ট্রাকে করে মানুষ মাহফিলে আসতে থাকে। বিকেল ৪টা নাগাদ প্যারেড ময়দানের আশপাশের রাস্তাঘাট লোকারণ্য হয়ে যায়, বন্ধ হয়ে যায় যান চলাচল। প্যারেড ময়দানসংলগ্ন চকবাজার তেলিপট্টি মোড় থেকে এক্সেস রোড, অলিখাঁ মোড় থেকে গণি বেকারির মোড় পর্যন্ত যানচলাচল সীমিত হয়ে পড়ে।
১ ঘণ্টা আগে