নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাজার সিন্ডিকেট ভাঙতে কৃষকের কাছ থেকে কিনে সরাসরি ভোক্তার কাছে কৃষিপণ্য বিক্রি কার্যক্রম শুরু হচ্ছে। এতে মধ্যস্বত্বভোগী না থাকায় বাজার মূল্যের চেয়ে অনেক কমে বিভিন্ন ধরনের সবজি, গরুর মাংস ও ডিম কিনতে পারবেন ভোক্তারা। বাণিজ্য মন্ত্রণালয়ের সহযোগিতায় পণ্য বিক্রি কার্যক্রম শুরু হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার সকালে।
বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাব ও কারওয়ানবাজার টিসিবি ভবনের সামনে কৃষিপণ্য বিক্রি কার্যক্রম শুরু হচ্ছে। শ্রম ও কর্মসংস্থান এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বিক্রি কার্যক্রম উদ্বোধন করবেন।
বাণিজ্য মন্ত্রণালয় জানায়, বেসরকারি প্রতিষ্ঠান ফসল ডট কম লিমিটেড পণ্য সরবরাহ ও বিক্রি করবে। শুরুতে রাজধানীর পাঁচ থেকে সাতটি এলাকায় বিক্রি হবে। পরবর্তীতে রাজধানীর ৫০টি স্থানে পণ্য বিক্রি কার্যক্রম শুরু হবে। এই কার্যক্রম শুরু হলে ভোক্তারা লাভবান হবে। পাশাপাশি বিক্রেতা প্রতিষ্ঠানও লাভবান হবে।
ফসল ডট কম সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ১৫টি পণ্য বিক্রি শুরু হচ্ছে। পণ্যগুলোর মধ্যে কাঁচা পেঁপে ৩৯ টাকা, লেবু হালি ২৮ টাকা, চাল কুমড়া পিচ ৭৩ টাকা, ঢ্যাঁড়স কেজি ৭৫ টাকা, পটোল ৬৮ টাকা, কাঁকরোল ৯১ টাকা, শসা ৬৫ টাকা, কচুমুখী ৭১ টাকা, ঝিঙে ৬৬ টাকা, করলা ৯৪ টাকা, টমেটো ১৯৪ টাকা, বাঁধাকপি পিচ ৬৮ টাকা, মুরগির মাংস সোনালী ৬০০ গ্রাম ২৭৩ টাকা এবং গরুর মাংস ৭২০ টাকা কেজি দরে বিক্রি করা হবে।
ফসল ডট কম লিমিটেডের প্রধান পরিচালন কর্মকর্তা মামুন উর রশিদ আজকের পত্রিকাকে বলেন, সরকারকে সহায়তার জন্য কৃষকের কাছ থেকে এসব পণ্য তারা সরাসরি ভোক্তার কাছে পৌঁছে দিচ্ছেন। মাঝপথে কোনো মধ্যস্বত্বভোগী থাকছে না। তারা লোকসানে পণ্য বিক্রি করবেন না। তবে লাভ খুবই সীমিত করা হবে।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এএইচএম সফিকুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, বাজার সিন্ডিকেট ভাঙতে কৃষকের কাছ থেকে পণ্য কিনে সরাসরি ভোক্তার কাছে পৌঁছে দেওয়ার জন্য কৃষিপণ্য বিক্রি কার্যক্রম শুরু হচ্ছে। ফসল ডট কম লিমিটেডকে সরকারের পক্ষ থেকে আর্থিক সুবিধা নয়, লজিস্টিক সহযোগিতা দেওয়া হচ্ছে।
বাজার সিন্ডিকেট ভাঙতে কৃষকের কাছ থেকে কিনে সরাসরি ভোক্তার কাছে কৃষিপণ্য বিক্রি কার্যক্রম শুরু হচ্ছে। এতে মধ্যস্বত্বভোগী না থাকায় বাজার মূল্যের চেয়ে অনেক কমে বিভিন্ন ধরনের সবজি, গরুর মাংস ও ডিম কিনতে পারবেন ভোক্তারা। বাণিজ্য মন্ত্রণালয়ের সহযোগিতায় পণ্য বিক্রি কার্যক্রম শুরু হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার সকালে।
বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাব ও কারওয়ানবাজার টিসিবি ভবনের সামনে কৃষিপণ্য বিক্রি কার্যক্রম শুরু হচ্ছে। শ্রম ও কর্মসংস্থান এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বিক্রি কার্যক্রম উদ্বোধন করবেন।
বাণিজ্য মন্ত্রণালয় জানায়, বেসরকারি প্রতিষ্ঠান ফসল ডট কম লিমিটেড পণ্য সরবরাহ ও বিক্রি করবে। শুরুতে রাজধানীর পাঁচ থেকে সাতটি এলাকায় বিক্রি হবে। পরবর্তীতে রাজধানীর ৫০টি স্থানে পণ্য বিক্রি কার্যক্রম শুরু হবে। এই কার্যক্রম শুরু হলে ভোক্তারা লাভবান হবে। পাশাপাশি বিক্রেতা প্রতিষ্ঠানও লাভবান হবে।
ফসল ডট কম সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ১৫টি পণ্য বিক্রি শুরু হচ্ছে। পণ্যগুলোর মধ্যে কাঁচা পেঁপে ৩৯ টাকা, লেবু হালি ২৮ টাকা, চাল কুমড়া পিচ ৭৩ টাকা, ঢ্যাঁড়স কেজি ৭৫ টাকা, পটোল ৬৮ টাকা, কাঁকরোল ৯১ টাকা, শসা ৬৫ টাকা, কচুমুখী ৭১ টাকা, ঝিঙে ৬৬ টাকা, করলা ৯৪ টাকা, টমেটো ১৯৪ টাকা, বাঁধাকপি পিচ ৬৮ টাকা, মুরগির মাংস সোনালী ৬০০ গ্রাম ২৭৩ টাকা এবং গরুর মাংস ৭২০ টাকা কেজি দরে বিক্রি করা হবে।
ফসল ডট কম লিমিটেডের প্রধান পরিচালন কর্মকর্তা মামুন উর রশিদ আজকের পত্রিকাকে বলেন, সরকারকে সহায়তার জন্য কৃষকের কাছ থেকে এসব পণ্য তারা সরাসরি ভোক্তার কাছে পৌঁছে দিচ্ছেন। মাঝপথে কোনো মধ্যস্বত্বভোগী থাকছে না। তারা লোকসানে পণ্য বিক্রি করবেন না। তবে লাভ খুবই সীমিত করা হবে।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এএইচএম সফিকুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, বাজার সিন্ডিকেট ভাঙতে কৃষকের কাছ থেকে পণ্য কিনে সরাসরি ভোক্তার কাছে পৌঁছে দেওয়ার জন্য কৃষিপণ্য বিক্রি কার্যক্রম শুরু হচ্ছে। ফসল ডট কম লিমিটেডকে সরকারের পক্ষ থেকে আর্থিক সুবিধা নয়, লজিস্টিক সহযোগিতা দেওয়া হচ্ছে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রাকে কেন্দ্র করে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া মহাসড়কে টায়ার জ্বালিয়ে যান চলাচলে বিঘ্ন ও জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগে ৮২ জন নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মনির হোসেন বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলাটি করেন।
৮ মিনিট আগেনীলফামারীর সৈয়দপুরে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১৯ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। আজ বুধবার বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার ইটভাটা মোড় (বসুনিয়া মোড়সংলগ্ন) এলাকায় সৈয়দপুর-দিনাজপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আহতদের পরিচয় জানা যায়নি।
১৬ মিনিট আগেমানিকগঞ্জে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের দায়ে ৫০ বছরের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। আজ বুধবার দুপুরে মানিকগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম এ হামিদ এই রায় ঘোষণা করেন।
২১ মিনিট আগেবাগেরহাটের চিতলমারীতে নাতনিকে যৌন হয়রানির প্রতিবাদ করায় এক বৃদ্ধাকে ইট দিয়ে মাথায় আঘাত করে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। আজ বুধবার দুপুর ১২টার দিকে উপজেলার উমজুড়ি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আলেয়া বেগম (৮০) ওই গ্রামের মৃত সুলতান হাওলাদারের স্ত্রী।
৩২ মিনিট আগে