Ajker Patrika

গণঅধিকার পরিষদের নুরুকে হাইকোর্টে তলব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৩, ২১: ৩৫
গণঅধিকার পরিষদের নুরুকে হাইকোর্টে তলব

বিচারকদের সম্পর্কে আপত্তিকর বক্তব্য দেওয়ার অভিযোগে গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরকে তলব করেছেন হাইকোর্ট। আজ রোববার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক-আল-জলিলের বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে এ আদেশ দেন। আদালত অবমাননার বিষয়ে ব্যাখ্যা দিতে আগামী ১৭ জানুয়ারি তাঁকে হাজির হতে বলা হয়েছে।

সহকারী অ্যাটর্নি জেনারেল কালীপদ মৃধা আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘বিষয়টি আপিল বিভাগ থেকে প্রধান বিচারপতি পাঠিয়েছেন। হাইকোর্ট স্বতঃপ্রণোদিত হয়ে রুলসহ আদেশ দিয়েছেন।’ 

৭ ডিসেম্বর অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে সমাবেশ করে গণঅধিকার পরিষদ। ওই দিন বিজয়নগর পানির ট্যাংকির মোড়ে সংক্ষিপ্ত সমাবেশে বিচারকদের নিয়ে নুরুল হক নুর আপত্তিকর বক্তব্য দিয়েছিলেন বলে জানান সহকারী অ্যাটর্নি জেনারেল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত