নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা অনুষদের শিক্ষার্থী ও ছাত্রদলের এফ রহমান হল শাখার সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে ছাত্রদল। বিচার দাবির পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কড়া সমালোচনা করেন তাঁরা।
ছাত্রদলের পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ বৃহস্পতিবার এ অবস্থান কর্মসূচিতে অংশ নেয় ছাত্রদলের কেন্দ্রীয়, ঢাবি ও অন্যান্য ইউনিটের নেতাকর্মীরা। তাঁদের স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে বিশ্ববিদ্যালয় এলাকা।
কর্মসূচিতে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, ‘আমরা নিন্দা জানাচ্ছি বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রক্টরের নীরব ভূমিকার প্রতি।’
তিনি আরও দাবি করেন, ‘একটা গুপ্ত সংগঠন সাম্য হত্যার ব্যাপারে বিভিন্নভাবে প্রপাগাণ্ডা চালাচ্ছে।’
শিবিরের গুপ্ত রাজনীতির প্রতি হুঙ্কার জানিয়ে তাদের রাজপথে প্রতিহত করার ঘোষণা দেন ছাত্রদল সভাপতি। তিনি বলেন, অচিরেই ঢাকার রাজপথ ছাত্রদলের দখলে আসবে।
কর্মসূচিতে আরও ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন ছাড়াও মহানগর ও অন্যান্য ইউনিটের নেতাকর্মীরা।
আগামীকাল শুক্রবার বাদ আসর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে নিহত শাহরিয়ার আলম সাম্যের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় মিলাদ মাহফিল আয়োজিত হবে বলে জানান ছাত্রদলের ঢাবি শাখা সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন।
গত ১৩ মে রাতে বাংলা একাডেমি সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে প্রাণ হারান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা অনুষদের শিক্ষার্থী ও এফ রহমান হলে ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য। তারপর থেকে উত্তপ্ত হয়ে আছে ঢাকা বিশ্ববিদ্যালয় ও তৎসংলগ্ন এলাকা। এরপর ছাত্রদলসহ বিভিন্ন ছাত্রসংগঠন বিক্ষোভ ও মশাল মিছিল করে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা অনুষদের শিক্ষার্থী ও ছাত্রদলের এফ রহমান হল শাখার সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে ছাত্রদল। বিচার দাবির পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কড়া সমালোচনা করেন তাঁরা।
ছাত্রদলের পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ বৃহস্পতিবার এ অবস্থান কর্মসূচিতে অংশ নেয় ছাত্রদলের কেন্দ্রীয়, ঢাবি ও অন্যান্য ইউনিটের নেতাকর্মীরা। তাঁদের স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে বিশ্ববিদ্যালয় এলাকা।
কর্মসূচিতে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, ‘আমরা নিন্দা জানাচ্ছি বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রক্টরের নীরব ভূমিকার প্রতি।’
তিনি আরও দাবি করেন, ‘একটা গুপ্ত সংগঠন সাম্য হত্যার ব্যাপারে বিভিন্নভাবে প্রপাগাণ্ডা চালাচ্ছে।’
শিবিরের গুপ্ত রাজনীতির প্রতি হুঙ্কার জানিয়ে তাদের রাজপথে প্রতিহত করার ঘোষণা দেন ছাত্রদল সভাপতি। তিনি বলেন, অচিরেই ঢাকার রাজপথ ছাত্রদলের দখলে আসবে।
কর্মসূচিতে আরও ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন ছাড়াও মহানগর ও অন্যান্য ইউনিটের নেতাকর্মীরা।
আগামীকাল শুক্রবার বাদ আসর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে নিহত শাহরিয়ার আলম সাম্যের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় মিলাদ মাহফিল আয়োজিত হবে বলে জানান ছাত্রদলের ঢাবি শাখা সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন।
গত ১৩ মে রাতে বাংলা একাডেমি সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে প্রাণ হারান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা অনুষদের শিক্ষার্থী ও এফ রহমান হলে ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য। তারপর থেকে উত্তপ্ত হয়ে আছে ঢাকা বিশ্ববিদ্যালয় ও তৎসংলগ্ন এলাকা। এরপর ছাত্রদলসহ বিভিন্ন ছাত্রসংগঠন বিক্ষোভ ও মশাল মিছিল করে।
দুদিন ধরে ঢাকার বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ ও বিক্ষোভের কারণে যান চলাচলে বিঘ্ন ও জনদুর্ভোগের প্রেক্ষাপটে রাজধানীর আরও কয়েকটি এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আজ বৃহস্পতিবার (১৫ মে) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী সই করা গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
৪ মিনিট আগেলক্ষ্মীপুর কমলনগরে শ্বশুরবাড়ি থেকে মো. মোছলেহ উদ্দিন (৩৫) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে পুলিশ উপজেলার চর মার্টিন ইউনিয়নের কামাল মাঝি বাড়ির গোয়ালঘর থেকে মরদেহটি উদ্ধার করে।
১৭ মিনিট আগেবগুড়া ডায়াবেটিক ও স্বাস্থ্যসেবা হাসপাতালের আহ্বায়ক এবং জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট মকবুল হোসেন মুকুলের অফিস কক্ষে তালা ঝুলিয়ে দিয়েছেন বিএনপির নেতারা। একই সঙ্গে নামফলকও অপসারণ করা হয়েছে।
২০ মিনিট আগেঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্যের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কালো ব্যাজ ধারণ ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শহীদ মিনারের পাদদেশে শাখা ছাত্রদলের নেতা-কর্মীরা
২৬ মিনিট আগে