নিজস্ব প্রতিবেদক, ঢাকা
১২ জুনের মধ্যে বকেয়া বেতন-ভাতা, ঈদ বোনাস ও অন্য সব পাওনা পরিশোধের আশ্বাসে চলমান আন্দোলন কর্মসূচি স্থগিত করেছেন টিএনজেড শ্রমিকেরা। নির্ধারিত সময়ের মধ্যে পাওনা আদায় না হলে ঈদের পর আরও কঠোর ও দুর্বার আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।
টিএনজেডের শ্রমিক আন্দোলনের পক্ষ থেকে রবিউল ইসলামের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এমনটি জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, টিএনজেড শ্রমিকেরা গত মার্চ থেকে ধারাবাহিকভাবে তাঁদের বকেয়া পাওনার জন্য আন্দোলন করে আসছেন। গত ২০ মে টিএনজেড গ্রুপের আট কারখানার শ্রমিকদের এক জোটে ‘মার্চ টু যমুনা’ কর্মসূচির ভিত্তিতে প্রধান উপদেষ্টা কর্তৃক প্রতিশ্রুতি হয় যে ২৯ মে-এর মধ্যে টিএনজেড গার্মেন্টসের পাঁচ হাজার শ্রমিকের মোট বকেয়া পাওনা ৫৪ কোটি টাকা পরিশোধ করা হবে। কিন্তু ২৯ মে শ্রমিকদের বকেয়া পাওনার জন্য টিএনজেড মালিকপক্ষ ২২ কোটি টাকা প্রদান করে এবং পুনরায় প্রতিশ্রুতি দেয় যে দ্রুত তারা পুরো বকেয়া পাওনা পরিশোধ করবে।
কিন্তু গত ৪ জুন মালিকপক্ষ, কতিপয় সুবিধাবাদী শ্রমিক সংগঠন ও কারখানা সংশ্লিষ্ট কিছু নেতার যোগসাজশে মাত্র ২৫০ জন স্টাফ ও শ্রমিককে পুরো অর্থ প্রদান করা হয়। বিপরীতে, প্রায় পাঁচ হাজার শ্রমিক এখনো তাঁদের বকেয়া মজুরি থেকে বঞ্চিত রয়েছেন। এই শ্রমিকেরা তাঁদের ন্যায্য পাওনা পরিশোধের দাবিতে ৫ জুন, বিকেল ৫টা থেকে উত্তরার ৪ নম্বর সেক্টরের ৯ নম্বর রোডের ৩০ নম্বর ভবনের বাসিন্দা, টিএনজেড কারখানার ডিরেক্টর শাহীনের বাসার সামনে টিএনজেড শ্রমিকেরা অবস্থান কর্মসূচি শুরু করেন।
শ্রমিকদের টানা ২৪ ঘণ্টার অবস্থান কর্মসূচি শেষে, ঈদকে বিবেচনায় নিয়ে কর্মসূচি ৬ জুন বিকেল ৪টায় সাময়িকভাবে স্থগিত করা হয়। এরই মধ্যে ৬ জুন, ভোররাত ৪টায় ডেপুটি কমিশনার (ডিসি) কর্তৃক ১২ জুনের মধ্যে সব বকেয়া পরিশোধের একটি লিখিত আশ্বাস প্রদান করা হয়, যা শ্রমিকেরা গ্রহণ করেন। তবে আজকের কর্মসূচি শেষে, শ্রমিকেরা পরিষ্কারভাবে জানিয়ে দেন, নির্ধারিত সময়ের মধ্যে যদি তাঁদের বকেয়া মজুরি পরিশোধ না করা হয়, তবে ঈদের পর আরও কঠোর ও দুর্বার আন্দোলনের পথে যেতে তাঁরা বাধ্য হবেন।
উত্তরার ৪ নম্বর সেক্টরের ৯ নম্বর রোডের ৩০ নম্বর অ্যাপার্টমেন্টের বাসিন্দা ও সমিতির সভাপতি, সাইফুর রহমান অ্যাপার্টমেন্টের সব বাসিন্দার পক্ষ থেকে টিএনজেড কারখানার ডিরেক্টর শাহীনকে শ্রমিকদের সঙ্গে প্রতারণা ও মাসের পর মাস মজুরি না দেওয়ার অভিযোগে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেন। একই সঙ্গে, উত্তরার ৪ নম্বর সেক্টরের কল্যাণ সমিতিতে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে গণতান্ত্রিক ব্যবস্থাপনার দাবি জানান তিনি।
এই অবস্থান কর্মসূচিতে সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন গার্মেন্টস শ্রমিক মুক্তি আন্দোলনের কেন্দ্রীয় সদস্য ইকবাল কবীর, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সভাপতি ছায়েদুল হক নিশান, বিপ্লবী ছাত্র মৈত্রীর কেন্দ্রীয় কমিটির সভাপতি দিলীপ রায় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি নূজিয়া হাসিন রাশা, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক রাফিকুজ্জামান ফরিদ, জাতীয় শ্রমিক ফেডারেশন বাংলাদেশের সাধারণ সম্পাদক শামীম ইমাম, রাজনৈতিক কর্মী অনুপ কুন্ডু, অ্যাকটিভিস্ট আইনুল হক, বাংলাদেশ গার্মেন্টস ওয়ার্কার্স ইউনিয়নের প্রতিনিধি সদরুল হাসান রিপন, গণতান্ত্রিক শ্রমিক আন্দোলনের সদস্যসচিব সুশান্ত সিনহা, বাসদ মার্ক্সবাদী দলের সাধারণ সম্পাদক মাসুদ রানা, গণতান্ত্রিক অধিকার কমিটির পক্ষ থেকে গবেষক মাহতাব উদ্দীন আহমেদ, চিকিৎসক ডা. হারুন উর রশীদ এবং অ্যাকটিভিস্ট মারজিয়া প্রভা।
১২ জুনের মধ্যে বকেয়া বেতন-ভাতা, ঈদ বোনাস ও অন্য সব পাওনা পরিশোধের আশ্বাসে চলমান আন্দোলন কর্মসূচি স্থগিত করেছেন টিএনজেড শ্রমিকেরা। নির্ধারিত সময়ের মধ্যে পাওনা আদায় না হলে ঈদের পর আরও কঠোর ও দুর্বার আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।
টিএনজেডের শ্রমিক আন্দোলনের পক্ষ থেকে রবিউল ইসলামের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এমনটি জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, টিএনজেড শ্রমিকেরা গত মার্চ থেকে ধারাবাহিকভাবে তাঁদের বকেয়া পাওনার জন্য আন্দোলন করে আসছেন। গত ২০ মে টিএনজেড গ্রুপের আট কারখানার শ্রমিকদের এক জোটে ‘মার্চ টু যমুনা’ কর্মসূচির ভিত্তিতে প্রধান উপদেষ্টা কর্তৃক প্রতিশ্রুতি হয় যে ২৯ মে-এর মধ্যে টিএনজেড গার্মেন্টসের পাঁচ হাজার শ্রমিকের মোট বকেয়া পাওনা ৫৪ কোটি টাকা পরিশোধ করা হবে। কিন্তু ২৯ মে শ্রমিকদের বকেয়া পাওনার জন্য টিএনজেড মালিকপক্ষ ২২ কোটি টাকা প্রদান করে এবং পুনরায় প্রতিশ্রুতি দেয় যে দ্রুত তারা পুরো বকেয়া পাওনা পরিশোধ করবে।
কিন্তু গত ৪ জুন মালিকপক্ষ, কতিপয় সুবিধাবাদী শ্রমিক সংগঠন ও কারখানা সংশ্লিষ্ট কিছু নেতার যোগসাজশে মাত্র ২৫০ জন স্টাফ ও শ্রমিককে পুরো অর্থ প্রদান করা হয়। বিপরীতে, প্রায় পাঁচ হাজার শ্রমিক এখনো তাঁদের বকেয়া মজুরি থেকে বঞ্চিত রয়েছেন। এই শ্রমিকেরা তাঁদের ন্যায্য পাওনা পরিশোধের দাবিতে ৫ জুন, বিকেল ৫টা থেকে উত্তরার ৪ নম্বর সেক্টরের ৯ নম্বর রোডের ৩০ নম্বর ভবনের বাসিন্দা, টিএনজেড কারখানার ডিরেক্টর শাহীনের বাসার সামনে টিএনজেড শ্রমিকেরা অবস্থান কর্মসূচি শুরু করেন।
শ্রমিকদের টানা ২৪ ঘণ্টার অবস্থান কর্মসূচি শেষে, ঈদকে বিবেচনায় নিয়ে কর্মসূচি ৬ জুন বিকেল ৪টায় সাময়িকভাবে স্থগিত করা হয়। এরই মধ্যে ৬ জুন, ভোররাত ৪টায় ডেপুটি কমিশনার (ডিসি) কর্তৃক ১২ জুনের মধ্যে সব বকেয়া পরিশোধের একটি লিখিত আশ্বাস প্রদান করা হয়, যা শ্রমিকেরা গ্রহণ করেন। তবে আজকের কর্মসূচি শেষে, শ্রমিকেরা পরিষ্কারভাবে জানিয়ে দেন, নির্ধারিত সময়ের মধ্যে যদি তাঁদের বকেয়া মজুরি পরিশোধ না করা হয়, তবে ঈদের পর আরও কঠোর ও দুর্বার আন্দোলনের পথে যেতে তাঁরা বাধ্য হবেন।
উত্তরার ৪ নম্বর সেক্টরের ৯ নম্বর রোডের ৩০ নম্বর অ্যাপার্টমেন্টের বাসিন্দা ও সমিতির সভাপতি, সাইফুর রহমান অ্যাপার্টমেন্টের সব বাসিন্দার পক্ষ থেকে টিএনজেড কারখানার ডিরেক্টর শাহীনকে শ্রমিকদের সঙ্গে প্রতারণা ও মাসের পর মাস মজুরি না দেওয়ার অভিযোগে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেন। একই সঙ্গে, উত্তরার ৪ নম্বর সেক্টরের কল্যাণ সমিতিতে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে গণতান্ত্রিক ব্যবস্থাপনার দাবি জানান তিনি।
এই অবস্থান কর্মসূচিতে সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন গার্মেন্টস শ্রমিক মুক্তি আন্দোলনের কেন্দ্রীয় সদস্য ইকবাল কবীর, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সভাপতি ছায়েদুল হক নিশান, বিপ্লবী ছাত্র মৈত্রীর কেন্দ্রীয় কমিটির সভাপতি দিলীপ রায় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি নূজিয়া হাসিন রাশা, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক রাফিকুজ্জামান ফরিদ, জাতীয় শ্রমিক ফেডারেশন বাংলাদেশের সাধারণ সম্পাদক শামীম ইমাম, রাজনৈতিক কর্মী অনুপ কুন্ডু, অ্যাকটিভিস্ট আইনুল হক, বাংলাদেশ গার্মেন্টস ওয়ার্কার্স ইউনিয়নের প্রতিনিধি সদরুল হাসান রিপন, গণতান্ত্রিক শ্রমিক আন্দোলনের সদস্যসচিব সুশান্ত সিনহা, বাসদ মার্ক্সবাদী দলের সাধারণ সম্পাদক মাসুদ রানা, গণতান্ত্রিক অধিকার কমিটির পক্ষ থেকে গবেষক মাহতাব উদ্দীন আহমেদ, চিকিৎসক ডা. হারুন উর রশীদ এবং অ্যাকটিভিস্ট মারজিয়া প্রভা।
আল-আরাফাহ ইসলামী ব্যাংকে চাকরিচ্যুত কর্মকর্তা ও ব্যাংকের নিরাপত্তাকর্মীদের মধ্যে সংঘর্ষে অন্তত ১৫ জনের আহতের খবর পাওয়া গেছে। ব্যাংক কর্তৃপক্ষের দাবি, তারা সবাই ব্যাংকের বর্তমান কর্মকর্তা ও কর্মচারি। তবে হামলার সময় নিরাপত্তাকর্মীদের লাঠিচার্জে কতজন কর্মকর্তা আহত হয়েছেন, তা নিশ্চিত হওয়া যায়নি।
৬ মিনিট আগেরংপুরের তারাগঞ্জে পঞ্চম শ্রেণির ছাত্র ইরফান ওরফে আরমান আলী বাবুর (১১) গলাকাটা মরদেহ উদ্ধারের ঘটনায় র্যাব তিনজনকে গ্রেপ্তার করার কথা জানালেও স্থানীয় থানা-পুলিশের বক্তব্যে এসেছে ভিন্ন সুর। র্যাব যেখানে এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড হিসেবে দাবি করছে, সেখানে থানা-পুলিশ বলছে—গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা অন্য
৮ মিনিট আগেনেত্র নিউজ ও প্রকাশনা সংস্থা দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেডের (ইউপিএল) যৌথ উদ্যোগে আলোকচিত্রী জীবন আহমেদের ‘উইটনেস টু দ্য আপরাইজিং’ শিরোনামে পাঁচ দিনব্যাপি আলোকচিত্র প্রদর্শনী শুরু হয়েছে।
৯ মিনিট আগেপটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের ছাত্রবিষয়ক উপ-উপদেষ্টা, মৃত্তিকা বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. এ বি এম সাইফুল ইসলাম পদত্যাগ করেছেন। গতকাল বুধবার বিকেলে তিনি রেজিস্ট্রার বরাবর পদত্যাগপত্র জমা দেন। তার ওপরে একজন জুনিয়র শিক্ষককে দায়িত্ব দেওয়ায় তিনি পদ
৩৯ মিনিট আগে