Ajker Patrika

ঈদের দিন নদীতে ডুবে মারা গেল ভাই-বোন

কুড়িগ্রাম প্রতিনিধি
আপডেট : ৩০ জুন ২০২৩, ১৬: ০৬
Thumbnail image

কুড়িগ্রামের উলিপুর উপজেলার হাতিয়া ইউনিয়নে বামনি নদীতে গোসলে নেমে দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার ঈদের দিন বিকেল সাড়ে ৫টার দিকে ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের দক্ষিণ দিঘলটারি (মাঝিপাড়া হিজলি) গ্রামের বামনি নদী থেকে নিহত দুই শিশুর লাশ উদ্ধার করে স্বজন ও এলাকাবাসী। উলিপুর ফায়ার সার্ভিসের সাব অফিসার আব্বাস আলী ও হাতিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আমিনুর ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত দুই শিশুর নাম বেলাল (৮) ও রোকাইয়া আক্তার (৬)। তারা মামাতো-ফুপাতো দুই ভাই-বোন। বেলালের বাবার নাম মশিউর রহমান ও মায়ের নাম জরিনা বেগম। তারা মাঝিপাড়া হিজলি গ্রামের বাসিন্দা। রোকাইয়ার বাবার নাম রবিউল ইসলাম ও মায়ের নাম রাশেদা বেগম। বাড়ি রংপুরের তারাগঞ্জে। ঈদ উপলক্ষে দুই দিন আগে রোকাইয়া তার বড় ভাই রাসেলসহ (১৬) হাতিয়ায় তাদের মামা মশিউরের বাড়িতে বেড়াতে এসেছিল।

ইউপি সদস্য আমিনুর স্থানীয়দের বরাত দিয়ে জানান, বেলালদের বাড়ি বামনি নদীর তীরে। ঈদের দিন দুপুরে বেলাল ও রোকাইয়া নদীর পাড়ে খেলা করতে করতে সবার অগোচরে নদীতে গোসল করতে নামে। দীর্ঘ সময় তাদের দেখতে না পেয়ে দুপুরের পর স্বজনেরা তাদের খোঁজাখুঁজি করতে থাকে। এক সময় নদীর পাড়ে বেলাল ও রোকাইয়ার পোশাক দেখতে পায় স্বজনেরা। পরে নদীতে খোঁজাখুঁজির পর রোকাইয়ার মরদেহ উদ্ধার করে স্বজন ও স্থানীয়রা। এর কিছু পরে বেলালেরও মরদেহ উদ্ধার করা হয়।

ঘটনাস্থল ঘুরে এসে উলিপুর থানার উপপরিদর্শক (এসআই) আনিছুর রহমান বলেন, ‘স্বজনেরা বলছেন বেলাল সাঁতার জানত। সে নিয়মিত নদীতে গোসল করত। সম্ভবত রোকাইয়া সাঁতার না জানায় সে গোসলে নেমে পানিতে ডুবে যেতে থাকে। তাকে বাঁচাতে গিয়ে বেলালও ডুবে যায়। পরে স্বজনেরা দুই শিশুর মরদেহ উদ্ধার করে। পারিবারিকভাবে তাদের দাফনের ব্যবস্থা করা হয়েছে।’

উলিপুর ফায়ার সার্ভিসের সাব অফিসার আব্বাস আলী বলেন, ‘আমরা বিকেলে খবর পেয়ে যাওয়ার প্রস্তুতিকালে জানতে পারি শিশু দুটির মরদেহ উদ্ধার হয়েছে।’ 

উলিপুর থানার পরিদর্শক (তদন্ত) রূহুল আমিন বলেন, ‘খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা নথিভুক্ত করার ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত