Ajker Patrika

মানিক মিয়া অ্যাভিনিউয়ে বেলুন বিস্ফোরণে দগ্ধ ১১ জন বার্ন ইনস্টিটিউটে

ঢামেক প্রতিবেদক
গ্যাস বেলুন বিস্ফোরণে দগ্ধ ব্যক্তিরা বার্ন ইনস্টিটিউটে প্রাথমিক চিকিৎসা নেন। ছবি: আজকের পত্রিকা
গ্যাস বেলুন বিস্ফোরণে দগ্ধ ব্যক্তিরা বার্ন ইনস্টিটিউটে প্রাথমিক চিকিৎসা নেন। ছবি: আজকের পত্রিকা

রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে গ্যাস বেলুন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১১ জন দগ্ধ হয়েছেন। তাঁদেরকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আজ মঙ্গলবার (৫ আগস্ট) বেলা ২টার দিকে এই ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন— মনসুর ইসলাম (৩৭), আব্দুর রহমান মিশু (২৩), আশিক হোসেন আকাশ (২১), হাবিবুল্লাহ হাবিব (২৩), মেহরাজ হোসেন পলাশ (২১), মাহমুদুল হাসান রাহাত (২০), মাজহারুল ইসলাম (২৩), বেল্লাল হোসেন (৪৫), শরিফুল ইসলাম নয়ন (৩২), ইয়াছিন আরাফাত (১৭) ও আব্দুল্লাহ আল মিহাদ (১৭)।

দগ্ধরা জানান, গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মানিক মিয়া অ্যাভিনিউতে আয়োজিত অনুষ্ঠানে গিয়েছিলেন তাঁরা। এ সময় শোভাবর্ধনের জন্য সেখান অনেক বেলুন ফোলানো ছিল। সেগুলো উপস্থিত সবার হাতে হাতে দেওয়া হচ্ছিল। তখনই একদল ব্যক্তি সেগুলো টানাটানি শুরু করে নিজের কাছে নেওয়ার চেষ্টা করে। তখনই ঘটে বিস্ফোরণ। ঝলসে যায় আশপাশে থাকা অন্তত ১১ জন।

গ্যাস বেলুন বিস্ফোরণে দগ্ধ ব্যক্তিরা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসা নেন। ছবি: আজকের পত্রিকা
গ্যাস বেলুন বিস্ফোরণে দগ্ধ ব্যক্তিরা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসা নেন। ছবি: আজকের পত্রিকা

জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, দুপুরে মানিক মিয়া অ্যাভিনিউ থেকে দগ্ধ ১১ জন বার্ন ইনস্টিটিউটে এসেছেন। তাঁদের সবার হাত ও মুখ সামান্য দগ্ধ হয়েছে। তবে তাঁদের কারও অবস্থা গুরুতর নয়। সবাইকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তির দিনে এনসিপির শীর্ষ ৫ নেতা হঠাৎ কক্সবাজারে কেন

ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে চূড়ান্ত বৈঠক করল শশী থারুরের নেতৃত্বাধীন সংসদীয় কমিটি

ছাত্র-জনতার মিছিলের মুখে পড়েন এক মন্ত্রী

কক্সবাজারে পিটার হাসের সঙ্গে এনসিপি নেতাদের বৈঠকের খবর, ‘গুজব’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী

নির্বাচন রোজার আগেই, ঘোষণা আসতে পারে আজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত