Ajker Patrika

‘বাকিতে সিগারেট না পেয়ে’ ছুরিকাঘাতে দোকানিকে হত্যা, কাউন্সিলরের ভাই আটক 

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ৩০ এপ্রিল ২০২৪, ১১: ৫৪
Thumbnail image

মুন্সিগঞ্জ সদর উপজেলার কাগজীপাড়া এলাকায় চিপস-সিগারেট বাকিতে না দেওয়ায় এক দোকানিকে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। নিহত দোকানির নাম মোশারফ হোসেন (৫৫)। ছুরিকাঘাতে করেছেন স্থানীয় কাউন্সিলরের ছোট ভাই মো. রুবেলের (৩৫)। 

পুলিশ বলেছে, মো. রুবেল দোকানিকে ছুরিকাঘাত করেছেন। তাঁকে ইতিমধ্যে আটক করা হয়েছে। 

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বাড়ির পাশে দোকান থাকায় তিনি দোকানেই ঘুমাতেন। সোমবার রাত দেড়টার দিকে মিরকাদিম পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. সোহেলের ছোট ভাই রুবেল তাঁকে ডাক দিয়ে চিপস-সিগারেট বাকি চান। দোকানদার বাকি দেবেন না বলে জানালে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। এরপর একপর্যায়ে মোশারফকে দোকান থেকে টেনে বের করে ধারালো ছুরি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন রুবেল।
 
এরপর স্থানীয়রা মোশারফকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করে। 

এ বিষয়ে মুন্সিগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) খায়রুল ইসলাম জানান, চিপস বাকি দেওয়াকে কেন্দ্র করে মোশারফকে কুপিয়ে হত্যা করেন কাউন্সিলরের ভাই রুবেল। এ ঘটনায় হত্যার সঙ্গে জড়িত রুবেলকে সঙ্গে সঙ্গেই অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর সঙ্গে রক্তমাখা একটি ছুরি উদ্ধার করা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঋণের ১৩০০ কোটির এক টাকাও দেননি হলিডে ইনের মালিক

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

গণ–সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান দিলেন বিএনপি নেতা

হেফাজতে যুবদল নেতার মৃত্যু, সেনা ক্যাম্প কমান্ডারকে প্রত্যাহার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত