Ajker Patrika

ট্রাফিক পুলিশের মামলার প্রতিবাদে নিজের মোটরসাইকেলে আগুন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২১, ১৩: ৪২
ট্রাফিক পুলিশের মামলার প্রতিবাদে নিজের মোটরসাইকেলে আগুন

রাজধানীতে ট্রাফিক পুলিশের মামলা ও হয়রানির প্রতিবাদে শওকত আলম সোহেল নামে এক চালক নিজেই তাঁর মোটরসাইকেলে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছেন। আজ সোমবার সকাল পৌনে ১০টার দিকে বাড্ডা লিংক রোডে ট্রাফিক পুলিশের সামনে এঘটনা ঘটে। 

বাড্ডা থানার ওসি আবুল কালাম আজাদ আজকের পত্রিকাকে জানান, বাড্ডা লিংক রোড এলাকায় ট্রাফিক পুলিশের দায়িত্বরত এক সার্জেন্ট তাঁর মোটরসাইকেলের কাগজপত্র দেখে অসঙ্গতি পান। পরে ওই সার্জেন্ট মামলা দেওয়ার প্রস্তুতি নিলে শওকত আলম নিজেই মোটরসাইকেলটিতে আগুন ধরিয়ে দেন। 

তিনি জানান, শওকত নারায়ণগঞ্জে স্যানিটাইজারের ব্যবসা করতেন। কিছুদিন আগে তাঁর ব্যবসায় লস হওয়ায় তিনি মানসিকভাবে হতাশায় পড়ে যান। গত দুই মাস ধরে তিনি রাজধানীর বিভিন্ন এলাকায় মোটরসাইকেলে রাইড শেয়ারিং করতেন। 

এ বিষয়ে কোনো মামলা হয়েছে কি-না জানতে চাইলে ওসি জানান, এখনো মামলা হয়নি। তবে তদন্ত চলছে, কারও অসঙ্গতি পেলে ব্যবস্থা নেওয়া হবে। 

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত