Ajker Patrika

রাজধানীর সবুজবাগে ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ঢামেক প্রতিনিধি
আপডেট : ২৭ মার্চ ২০২২, ১৫: ০৩
রাজধানীর সবুজবাগে ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

রাজধানীর সবুজবাগের শাহীবাগ বাজার এলাকার একটি বাসার ছাদ থেকে পড়ে রুমানা আক্তার (৪০) নামের এক নারী মারা গেছেন। আজ রোববার ভোর সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ভোর ৬টায় মৃত ঘোষণা করেন। 

রুমানার বাবা দ্বীন ইসলাম জানান, সবুজবাগের শাহীবাগে নিজেদের বাড়িতে থাকতেন রুমানা। ভোরে শাহীবাগ বাজারে ফার্নিচারের দোকানে আগুন লাগে। এরপর ফায়ার সার্ভিস গিয়ে অগ্নিনির্বাপণের কাজ শুরু করে। আগুন দেখতে রুমানা আটতলার বাসার ছাদে গিয়েছিল। সেখানে ছাদের রেলিং না থাকায় অসাবধানতাবশত নিচে পড়ে গুরুতর আহত হয়। দেখতে পেয়ে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। রুমানার দুই ছেলে রয়েছে। তাঁর স্বামীর নাম মো. ইকবাল। 

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত