Ajker Patrika

রাজধানীতে বড় ভাইয়ের শাবলের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু

শ্যামপুর-কদমতলী (ঢাকা) প্রতিনিধি 
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

রাজধানীর কদমতলীতে বড় ভাইয়ের শাবলের আঘাতে আহত হয়ে মিরাজুল ইসলাম শাওন (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ শনিবার ভোর ৫টায় ধানমন্ডির পপুলার হাসপাতালে মারা যায় তিনি।

গত বুধবার (৭ মে) কদমতলী থানার দনিয়ার রসুলবাগে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে বড় ভাই সিরাজুল ইসলাম স্বপনকে আসামি করে কদমতলী থানায় মামলা করেন।

মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, তিন মাস আগে সবেদ আলী হাওলাদার (৭৫) তাঁর ছোট ছেলে মিরাজুল ইসলাম শাওনের ব্যাংক অ্যাকাউন্টে ৮ লাখ টাকা দেন। এ কথা জানতে পেরে সবেদ আলীর বড় ছেলে সিরাজুল ইসলাম স্বপন (৪৫) তাঁকে ৮ লাখ টাকা দিতে অথবা তাঁর নামে ঘর-বাড়ি ও গরুর খামার লিখে দিতে বাবাকে চাপ প্রয়োগ করতে শুরু করেন। তাঁকে টাকা, ঘর-বাড়ি ও গরুর খামার লিখে না দেওয়ায় গত মঙ্গলবার বাবা সবেদ আলীকে অকথ্য ভাষায় গালিগালাজসহ প্রাণনাশের হুমকি দেন সিরাজুল।

পরদিন মিরাজুল ইসলাম অসুস্থ বাবাকে দেখতে গেলে বড় ভাই সিরাজুল ইসলাম লোহার শাবল দিয়ে মাথায় আঘাত করেন। মিরাজুল ইসলাম অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলে ইট দিয়ে মাথায় একাধিকবার আঘাত করে পালিয়ে যান সিরাজ।

মিরাজকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আইসিইউতে নেওয়ার পরামর্শ দেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ধানমন্ডির পপুলার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিন দিন লাইফ সাপোর্টে থাকার পর আজ শনিবার ভোর ৫টায় মিরাজ মারা যান।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে কদমতলী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাফায়েত হোসেন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আসামিকে গ্রেপ্তারে আইনি প্রক্রিয়া চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত